কিছু ফ্রেন্ড আছে আমার - TopicsExpress



          

কিছু ফ্রেন্ড আছে আমার লিষ্টে, যারা প্রতিনিয়ত ফেইসবুকে আসে বিভিন্ন পেইজের পোষ্ট শেয়ার দিতে। আর পেইজ টা হবে হয়ত কোন ছিঃনেমা মার্কা ফটোশপ পোষ্ট, নিজের রাজনৈতিক দলের ১০০% ফর্সা ভাবমুর্তি বজায় রাখতে ফটোশপ ভারশন বিরোধী দলের আকাম কুকামের পোষ্ট কিংবা ১৮+ (অসামাজিক ছবি), অথবা ক্ষণিক পর -পর প্রোফাইল ছবি পরিবর্তন ( নিজেকে নায়ক সাকিব খান / নায়িকা সাবনুর এর মত ভাব দেখানোর আপ্রাণ প্রচেস্টা ), আবার তারা এরুপ পোষ্টিং মান বা স্ট্যাটাস মান নিয়ে নিজেরাই গর্বিত। এতে আমার কোন সমস্যা নাই। শুধু বিরক্ত লাগে , ফীড ভরে থাকে এই সব পোষ্টে। তবে ইহা আমাদের আগামীর প্রজন্মের জন্য হুমকি সরুপ। বাংলাদেশে প্রতিনিয়ত নতুন ফেইসবুকার যোগ হচ্ছে। আর তারা এসেই শিখে যায়, ফেইসবুকের কাজ কি। শুধু কেবলি পোষ্ট শেয়ার। মজাই আর মজা। লাইক পাওয়া যায়, আর লাইক না দিলে তো লাইক ভিক্ষার ব্যবস্থা আছেই। ( আমার এর পরিচিত ব্যক্তি, নাম প্রকাশ করচি না... আমার ফ্রেন্ড লিস্ট এ আছে, যে লাইক না পেলে কান্না করত, even তার ছবিতে লাইক দেওয়ার জন্য ফোন করত :-( ) এতে করে নতুন ফেইসবুকার তা জানলই না, নিজেকে ব্র‍্যান্ডিং করার অন্যতম একটা সহজ মাধ্যাম হল ফেইসবুক। বাংলাদেশে নতুন অনেক উদ্যেক্তার আবির্ভাব হল ফেইসবুক। তাই বলছি, দয়া করে বলছি, আপনি নিজের স্বার্থে ও দেশ-মানুষের স্বার্থে এসব অকাজের পোষ্ট শেয়ার করা বন্ধ করে, নিজের জানা অজানা প্রতিভাকে তুলে ধরুন স্ট্যাটাস এর মাধ্যমে আগামীর নতুন দের কাছে…
Posted on: Sun, 30 Nov 2014 18:52:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015