কিছুদিন আগে বার্সা কোচ - TopicsExpress



          

কিছুদিন আগে বার্সা কোচ টাটা ওরফে ফাটা মারতিনো বলেছিলেন, “এত টাকা দিয়ে বেলকে কিনে রিয়াল মাদ্রিদ ফুটবল বিশ্বের প্রতি অসম্মান দেখাচ্ছে।” আর তার এই কথার জবাব আজ বেশ ভাল ভাবেই দিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তি। তিনি বলেন, “মারতিনোর কথাবার্তা বেশ অদ্ভুত। খুব বেশী দিন হয়নি যে সে এসেছে, তাই আমার ধারণা সে এখনও তার নিজের ক্লাবের ধরন সম্পর্কে জানে না এবং ইউরোপিয়ান ফুটবল কেমন তাও জানে না। তার মনে রাখা উচিত বার্সেলোনাও এই মৌসুমে একজন খেলোয়াড় কিনেছে।" ওরে লুল রে লুল। কাহিনী বুঝলে লাইকান।
Posted on: Mon, 26 Aug 2013 03:46:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015