কেটে গেল একটা বছর। WWE তে এই - TopicsExpress



          

কেটে গেল একটা বছর। WWE তে এই বছরটা নানা জল্পনা-কল্পনা, চমক, বেদনা ইত্যাদির মাধ্যমেই বছরটা কাটল। কিন্তু আপনারা ভেবে দেখেছেন কিনা যে এই বছরে WWE তে বিরাট কিছু ঘটনা ও পরিবর্তন এসেছে। যদিও এরকম প্রতি বছরই ঘটে থাকে, কিন্তু এই বছরের উল্লেখযোগ্য ঘটনার পরিমাণ একটু বেশিই এবং এর ফলাফলও আগামীতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একটু বছরের প্রথম দিকে Rewind করে ফিরে যাই-- ১. বছরের শুরুতেই ব্যাক করল Ruthless Aggression এরার এক হিরো Batista. বেশকিছু দিন গুরুত্বপূর্ণ স্টোরিলাইনে থাকলেন, নতুনদের পুস দিলেন। তারপর আবার অতীতের পূণরাবৃত্তি ঘটিয়ে Quit করলেন। ২. Ultimate Warrior এর মতো একজন লেজেন্ডারিকে Hall Of Fame দেওয়া হল কিন্তু তার ঠিক ২ দিন পরই তিনি মৃত্যুবরণ করলেন। এজন্য এই বছরটা তার জন্য গুরুত্ববহ ছিল নাহলে তাকে জীবিত অবস্থায় WWE কোন সম্মান দিতে পারত না হয়তো। ৩. The Undertaker এর লেজেন্ডারি WM স্ট্রিক ভেঙে গেল Brock Lesnar এর হাতে। ২১ বছরের অর্জন ৩ সেকেন্ডে ইতিহাস হয়ে গেল। Undertaker, Brock, WWE এই বছরটা একারনের জন্যই চিরকাল স্মরণে রাখবে। ৪. Daniel Bryan কে ক্যারিয়ারের চরম পুস প্রদান করা হলো। John Cena এর পর একে একে Triple H, Batista, Randy Orton, Kane এর মতো লেজেন্ড রা তার কাছে হার মানল। কিন্তু দুঃখজনকভাবে ইঞ্জুরিতে পরে তাকেই হার স্বীকার করতে হলো দেহের কাছে। ৫. PG এরার ঐতিহাসিক থ্রী-মেন ট্যাগ টিম The Shield ভাতৃত্রয় এর মধ্যে ভাঙন ঘটল যা এই বছরের OMG মোমেন্টগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয়। ৬. সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর মধ্যে CM Punk ও Alberto Del Rio নামক দুইজন PG এরার চরম ট্যালেন্টেড রেসলারের বিলুপ্তি ঘটল কোম্পানি থেকে যা হয়তো সারা জীবনের জন্যই। ৭. WWE তে আরও একবার Authority র সাথে রেসলারদের একটি ঐতিহাসিক ফিউড হলো যা Authority র অন্যান্য ফিউডগুলোর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ফিউডের সাথে সাথে সমাপ্তি ঘটল Authority Era র। ৮. এবং অনেক জল্পনা-কল্পনা র পর চমকের মধ্যে দিয়েও অঘোষিতভাবে WWE তে ডেবিউ করল WCW এর লেজেন্ড রেসলার The Insane Icon Sting. ৯. আর কিছু হাস্যকর ঘটনার মধ্যে Bo Dallas তার WWE তে ডিবাটের পর একটা স্ট্রিক তৈরি করল না হারার তবে এটা হাস্যকর নয়। হাস্যকর হলো WWE কমেন্টাররা এই স্ট্রিককে Greatest Streak In All Entertainment বলে আখ্যায়িত করল :v এবং Mark Henry ব্যার্থ হলেও R-Truth ব্যার্থ হলো না এই স্ট্রিক ভাঙতে!!! ১০. আরও এক নতুন ডিবাট করা রাশিয়ান পাউয়ারহাউজ রেসলার Rusev সারা বছর ধরে একটা স্ট্রিক করল পিনফল ও সাবমিশনে না হারার যা এখনও বজায় রয়ে গেছে। যাই হোক এগুলো ছিল এবছরের ঘটে যাওয়া ঘটনাগুলো, এগুলো আপনাদের যদিও না বললেও চলত তবুও মনে করিয়ে দিলাম। কারণ, এই প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে WWE তে একটি বিরাট পরিবর্তন এসেছে যা নিয়ে আমি এখন লিখব না। তবে পরের পোস্টে ২০১৪ সালে WWE তে ঘটা ঘটনাগুলোর দ্বারা উল্লেখ্য পরিমাণের পরিবর্তন তুলে ধরব যার ফলে আপনারা বুঝবেন ২০১৪ সালটা WWE এর আগামী দিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। #D_Game
Posted on: Wed, 17 Dec 2014 10:44:28 +0000

Recently Viewed Topics




© 2015