কোন এক ধনী ব্যাক্তি তার - TopicsExpress



          

কোন এক ধনী ব্যাক্তি তার ছেলেকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যাক্তির কাছে পাঠালো অপ্রকাশিত সুখের কথা জানতে, শিখতে। ৪০ দিন মরুর বুকে কঠিন যাত্রা শেষে সে হাজির হয় পাহাড়ের উপর বানানো সুন্দর এক দুর্গের সামনে। এখানেই বাস সেই জ্ঞানী ব্যাক্তির। সে সেখানে গিয়ে শান্ত, ধ্যানরত কোন জ্ঞানগুরুর দেখা পাবে, এমনটাই ভেবেছিল। কিন্তু, সে দেখল তার উল্টো!!! দুর্গের মূল কামরায় সে কী ব্যাস্ততা!!! :O মানুষে যেন ঠাসা। গল্পে মশগুল সবাই... বণিকেরা যাচ্ছে আসছে... আরেকদিকে মৃদুমন্দ বাজনা বাজছে...। আর টেবিল-এর উপর পৃথিবীর যত সুস্বাদু খাবার আছে তার সব সাজানো... একে একে মানুষ যাচ্ছে জ্ঞানী লোকটার কাছে। তার পালা আর আসেনা... পাকা দুই ঘন্টা সময় ব্যয় করে তারপর যাবার সুযোগ হল। জ্ঞানী ব্যাক্তি শান্তভাবে তার সব কথা শোনে এবং জানায় তাকে এখন সুখে থাকার রহস্য জানানো যাবে না। তারচেয়ে সে ঘন্টা দুয়েক প্রাসাদটা ঘুরে ফিরে দেখুক। তারপর তারা আবার কথা বলবে। তিনি তার হাতে দু ফোঁটা তেল সহ একটা চামচ দিয়ে বললেন, যেখানেই যাও, যাই কর- এই তেলটাকে চামচ থেকে পড়তে দিও না। হাতে রেখ। ছেলেটা প্রাসাদের নানা গলিঘুপচি ঘুরে বেড়ায়। উঠতে-নামতে থাকে নানা দৈর্ঘের সিঁড়ি দিয়ে। চোখ তার তেলের উপর নিবদ্ধ। এরপর ফিরে আসে সেই জ্ঞানী ব্যাক্তির কাছে। তো প্রশ্ন করে জ্ঞানী লোক, আমার খাবার কামরায় ঝুলে থাকা পারস্যের কাপড়টা দেখেছ, তাই না? আর যে বাগানটা বানাতে মহামালীর দশ বছর লেগেছিল সেটাও তো দেখেছ? আর লাইব্রেরীর সুন্দর পার্চমেন্টগুলো? অসস্থিতে পড়ে যায় ছেলেটি। স্বীকার করে, কিছুই দেখেনি সে। শুধু খেয়াল করেছে চামচ থেকে তেলটা যেন পড়ে না যায়। তাহলে ফিরে যাও। আর দেখে এস আমার সব বিস্ময়কর জিনিস। ভয় পেয়ে গিয়েছিল সে। স্বস্তি ফিরে আসে মনে। উঠে পরে সে তেলের চামচ হাতে নিয়ে। এমন বাড়ি দেখতে পারাও সৌভাগ্যের ব্যাপার। এবার তার সব দেখা হয়। বাগান দেখে, দেখে চারপাশের গগনস্পর্শী পর্বতমালা, ফুলের সৌন্দর্য, একসাথে এনে জড় করা হয়েছে যেন জগতের সব সৌন্দর্য- সবকিছু!!! এবার ফিরে যায় লোকটির কাছে। কিন্তু তোমার হাতে তুলে দেয়া তেলটুকু কোথায়? চামচের দিকে তাকিয়ে ছেলেটি অবাক হয়ে দেখে তেল নেই সেখানে। তাহলে আমি তোমাকে মাত্র একটা উপদেশ দিতে পারি। অবশেষে বলে জ্ঞানী লোকটি, সুখের গোপন উৎস হল, তোমাকে সব বিস্ময়ই দেখতে হবে, অনুভব করতে হবে সকল সৌন্দর্য, সেই সাথে মনে রাখতে হবে চামচের উপর রাখা এক বিন্দু তেলের কথাও। নতুন যা পাবে হতে পারে তা অনিন্দ্য সুন্দর... কিন্তু, সেজন্য ভুলে যেওনা যা এখন আছে তোমার Translated From: The Alchemist By- Paulo Coelho
Posted on: Thu, 20 Nov 2014 11:06:19 +0000

Trending Topics



iv>
Makan ubat kurus, tak kurus-kurus! Makan ubat putih, tak
Otw to wrk, felling a little better than yesterday. Around 6:45pm
Prayer needed please.. I climbed in bed on my knees and when I

Recently Viewed Topics




© 2015