কোনো ব্যক্তির নামের আগে - TopicsExpress



          

কোনো ব্যক্তির নামের আগে বিশেষন প্রয়োগ আমি পছন্দ করি না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বিশ্বের অনেক জনপ্রিয় ব্যাক্তিদের নামের আগে কোনো বিশেষণ নেই। তাই আমি বলব তারেক রহমানের নামের আগে তারুণ্যের অহংকার শব্দটিও বেমানান। কারন অহংকার শব্দটি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার জন্যই মানানসই। আপনারা যারা তারেক রহমানকে দেশে ফিরে আসার ব্যাপারে উৎসাহ দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের মনে রাখতে হবে; যেখানে দেশে গোপালিশ (গোপাল গঞ্জের পুলিশ) ও সরকারের আজ্ঞাবহ বিচারকরা বিচারকের দায়িত্ব রয়েছে সেই মূহুর্তে তারেক রহমানের দেশে আসাটা নিরাপদ কিনা? লন্ডনের ইম্পিরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে জোবায়দা রহমানের সর্বোচ্চ নম্বর চিকিৎসা শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন, আমাদের প্রধান মন্ত্রীর অনারারী ডিগ্রি নয়। অন্যদিকে সজিব ওয়াজেদ জয়ের মত সাড়ে ৬ হাজার ডলার দিয়ে কেনা সার্টিফিকেট(ইএম)এনে কম্পিউটার বিজ্ঞানী হওয়া নয়। আসলে জয় যদি কম্পিউটার বিজ্ঞানী হন তাহলে এখানে উপস্থিত আমরা সবাই কম্পিউটার বিজ্ঞানী---বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান #manikhossain
Posted on: Sun, 13 Oct 2013 19:59:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015