কান্না খুব স্বাভাবিক - TopicsExpress



          

কান্না খুব স্বাভাবিক একটা বিষয় । অথচ মানুষ কাঁদতে ভয় পায় ।লজ্জা পায় । ভাবে, কান্না শুনে লোকে হাসবে । পিটার পার্ক নামে ষোল বছরের এক কিশোর আত্মহত্যা করার আগে , তার সুইসাইড নোটে লিখেছিল , "আমার প্রচন্ড কষ্ট হচ্ছে , কিন্তু আমি কাঁদতে পারছি না । মনে হচ্ছে কাঁদলেই পাশের ঘরে গ্র্যানি (দাদী) শুনে ফেলবে ।অথচ বার বার মনে হচ্ছে, কাঁদলে খানিকটা স্বস্তি পেতাম। আমরা মানুষ , তাই জীবনে অসংখ্য বার হতাশ হবো, কষ্ট পাবো, এটাই খুব স্বাভাবিক । কান্না, তীব্র কষ্ট অনেকটাই কমিয়ে দেয় । কান্না কোন লজ্জার বিষয় নয় , বরং যে কাঁদতে পারে সে অনেক কষ্ট থেকে নিজেকে মুক্ত করতে পারে । প্রয়োজনে প্রিয় জনের সামনে কাঁদো । চিৎকার করে কাঁদো । সব যন্ত্রণা চোখের জলে ধুয়ে দাও । কোন দিন কান্না চেপে রেখ না । এই কান্নাই তোমাকে নতুন করে হাসার প্রেরণা যোগাবে ।
Posted on: Tue, 08 Oct 2013 09:48:50 +0000

Trending Topics




© 2015