কার্ল ওয়ারেন তার - TopicsExpress



          

কার্ল ওয়ারেন তার ‘মডার্ন নিউজ রিপোর্টিং’ বইয়ে সংবাদ হতে হলে আটটি উপাদান থাকতে হবে বলে আলোচনা করেছেন। উপাদানগুলো হচ্ছে: • তাৎক্ষণিকতা (Immediacy) • নৈকট্য (Proximity) • খ্যাতি (Prominence) • বিষমতা (Oddity) • দ্বন্দ্ব (Conflict) • বিস্ময় (Suspense) • আবেগ (Emotions) • পরিণাম (Consequence) • এর বাইরেও আরো কয়েকটি সংবাদ উপাদানকে বিবেচনায় রাখতে হবে। যেমন: • আকার (Size) • গুরুত্ব (Importance) • তাৎপর্য (Significance) • মানবিক আবেদন (Human Interest)
Posted on: Mon, 25 Aug 2014 12:19:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015