কলম্বোয় নামাজরত - TopicsExpress



          

কলম্বোয় নামাজরত মুসল্লিদের ওপর বৌদ্ধদের হামলা !! শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় একটি মসজিদ মাসজিদুল দীনুল ইসলামে এশার নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে বৌদ্ধ মৌলবাদীরা। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। বিবিসি জানায়, কলম্বোর গ্রান্ডপাস এলাকার ওই মসজিদটিতে শনিবার মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সংঘর্ষের পর কারফিউ জারি করা হয়েছে। গত মাসে একদল উগ্রপন্থী বৌদ্ধ মসজিদটি অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করে। সাম্প্রতিক মাসগুলোতে শ্রীলঙ্কায় মুসলিম দের লক্ষ্য করে হামলা চালাচ্ছে মৌলবাদী বৌদ্ধরা। শনিবারের ওই সংঘর্ষের সময় কয়েকটি ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী একজন এলাকাবাসী জানান, বৌদ্ধরা এশার নামাজরত মুসল্লিদের ওপর পাথর নিক্ষেপ করে। গত বছরজুড়ে বৌদ্ধ মৌলবাদীরা মসজিদের পাশাপাশি মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছিল। শ্রীলঙ্কার ২ কোটি জনসংখ্যার মধ্যে ৯ শতাংশ লোক মুসলিম, যাদের বেশিরভাগই তামিলভাষী। এখন বৌদ্ধদের হামলার আশঙ্কায় দিন কাটছে তাদের। সোর্সঃ zeenews.india/news/south-asia/buddhist-mob-attacks-mosque-in-sri-lanka-7-injured_868286.html bbc.co.uk/news/world-asia-23653213 aljazeera/news/asia/2013/08/20138112517795268.html
Posted on: Sun, 11 Aug 2013 11:39:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015