কুইজ: [এডমিনঃসাদাত] *** - TopicsExpress



          

কুইজ: [এডমিনঃসাদাত] *** সময়ঃ ২৫ মিনিট *****ফলাফল প্রকাশ আগামীকাল রাত ১০:০০ ১. মোস্তফা চরিত গ্রন্থের রচয়িতা- ক. মুহম্মদ আবদুল হাই খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ গ. মোহাম্মদ বরকতুল্লাহ ঘ. মওলানা আকরাম খাঁ ২. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? ক. নিখুঁত খ. আনমনা গ. অবহেলা ঘ. নিমরাজি ৩. নিচের কোন শব্দে করণ কারকে শূণ্য বিভক্তি ব্যবহৃত হয়েছে? ক. ঘোড়াকে চাবুক মার খ. গাড়ি স্টেশন ছেড়েছে গ. ডাক্তার ডাক ঘ. মুষলধারে বৃষ্টি পড়েছে ৪. কোনটি ঐতিহাসিক নাটক? ক. শর্মিষ্ঠা খ. পলাশীর যুদ্ধ গ. রাজসিংহ ঘ. রক্তাক্ত প্রান্তর ৫. বাংলা লিপির উৎস কী? ক. সংস্কৃত লিপি খ. চীনা লিপি গ. আরবি লিপি ঘ. ব্রাহ্মী লিপি ৬. A rolling stone gathers no moss. What is rolling ? ক. gerund খ. participle গ. adjective ঘ. verbal noun ৭. Hold water means - ক. keep water খ. bear examination গ. store water ঘ. drink water ৮. Who is the author of For Whom the Bell Tolls ? ক. Charles Dickens খ. Lord Tennison গ. Homer ঘ. Ernest Hemingway ৯. Antonym: Honorary ক. salaried খ. literary গ. honourble ঘ. official ১০. Choose the correct sentence: ক. all of the three boys got a prize খ. every of the three boys got a prize গ. each of the three boys got a prize ঘ. a few of the three boys got a prize ১১. আফটা (AFTA) বলতে বোঝায়- ক. পূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থা খ. একটি সামরিক চুক্তি গ. একটি বিমান সংস্থা ঘ. একটি বাণিজ্যিক গোষ্ঠী ১২. ইন্দোনেশিয়ার মুদ্রার নাম- ক. ইন্দোনেশিয়ান রুপি খ. পাউন্ড গ. রুপি ঘ. রুপাইয়া ১৩. আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা- ক. H. Wilson খ. Paul Haris গ. Baden Powel ঘ. W. Wilson ১৪. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে- ক. অতি সামান্য সুদে খ. বিনা সুদে গ. অল্প সুদে ঘ. স্বাভাবিক সুদে ১৫. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন- ক. মির্জা গোলাম পীর খ. নওয়াব সলিমুল্লাহ গ. মির্জা আহমেদ খান ঘ. শায়েস্তা খান
Posted on: Tue, 03 Dec 2013 16:30:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015