ক্রিশ্চিয়ানো রোনালদোর - TopicsExpress



          

ক্রিশ্চিয়ানো রোনালদোর সাক্ষাত্‍কার! সাক্ষাত্‍কারটি নিয়েছে স্প্যানিশ রেডিও ক্যাডেনা কোপ! নিচে সাক্ষাত্‍কারটি বাংলায় দেয়া হলো... ## কেমন আছেন? সময়টা অসাধারণ কাটছে, ঠিক? রোনালদো : হ্যাঁ, তা তো অবশ্যই। ব্যক্তিগত দিক থেকেও আমি খুব ভালো সময় পার করছি। পাশাপাশি ক্লাব এবং দেশের হয়েও গোল পাচ্ছি। সব মিলিয়ে সময়টা দারুন কাটছে। ## আপনি নাকি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ডোনার সংগঠনের সঙ্গে জড়িত? রোনালদো : হ্যাঁ। তাদের সঙ্গে কাজ শুরু করেছি বেশ কয়েক বছর আগে। আমার জাতীয় দলের সতীর্থ কার্লোস মার্টিনস জানিয়েছিলো যে, তার তিন বছর বয়সী ছেলের লিউকেমিয়া হয়েছে। তাকে সাহায্য করতে আমরা সতীর্থরা মিলে ঝাঁপিয়ে পড়ি। এটা ছিল এমন এক পরিস্থিতি, যেখানে আপনার আমার সকলের বিবেক জাগ্রত হবেই। তাছাড়া ট্রান্সপ্লান্টে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সে কারণে আমি সংগঠনটির সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত এবং একই সঙ্গে গর্বিত। ## রিয়ালে কতজন সতীর্থকে ট্রান্সপ্লান্টের ব্যাপারে আগ্রহী করে তুলতে পেরেছেন? রোনালদো : মার্টিনস কথা বলার পর আমি যতদূর জানি, তাদের সবাই ট্রান্সপ্লান্ট করিয়েছে। ## আপনি গোল করলেই অঙ্গভঙ্গি করে সবাইকে চুপ করার নির্দেশ দেন। কেন? রোনালদো : আসলে কোনো কিছুই পরিকল্পনা করে করা হয় না। অন্তত আমি পারি না। এটা শুরু হয়েছিল বার্সেলোনার বিপক্ষে একটি ম্যাচে। আমরা পিছিয়ে ছিলাম। দর্শকরা খুব কোলাহল করছিলো। আমাকে উত্যাক্ত করতে চেস্টা করছিলো। আমি বোঝাতে চেয়েছিলাম, সবাই চুপ করো। ম্যাচটা শেষ হয়ে যায়নি। কারণ আমি মাঠে আছি। ## রিয়াল সমর্থকদের ভালোবাসা পাচ্ছেন কেমন? রোনালদো : আশাতীত। রিয়ালে এটা আমার পঞ্চম মৌসুম চলছে। প্রথম যখন বার্নাব্যুতে আসি, তখন সমর্থকদের ব্যাপারে কোনো ধারণা ছিল না। দুটি মৌসুম পার করার পর সবাই আমাকে আলাদা করে চিনে নেয়। মাদ্রিদের সংস্কৃতিটা এমন, আপনি মন জয় করতে পারলে বাকি কাজটুকু ভক্তরাই করে দেয়। আর এ মুহূর্তে আমি তা উপভোগ করছি। আসলে রিয়ালে এখন আমি ভীষণ সুখি এবং এখানেই অবসর নিতে চাই। কারণ সমর্থকরা আমাকে ভালোবাসে। ## আপনার ক্যারিয়ারের সেরা সময় কি এখন? রোনালদো : আমি সবসময় উন্নতির কথাই ভাবি। এখন হয়তো ফিটনেস এবং ফর্মের দিক থেকে খুব ভালো পর্যায়ে আছি। তাই এ মুহূর্তে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছি। এরচেয়েও ভালো সময় আসতে পারে! ## নিজেকে কি বিশ্বের সেরা ফুটবলার বলে মনে করেন? রোনালদো : আসলে এই ব্যাপারটা নির্ধারণের দায়িত্ব আমার ওপর নয়। কিন্তু আমি বলবো, শুধু এ মৌসুমেই নয়, এর আগেও রিয়ালের হয়ে আমি অনেক ভালো খেলেছি। রোনালদোর ফ্যানরা শেয়ার করুন! কদু
Posted on: Sat, 23 Nov 2013 12:56:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015