ক্লাস নাইনের এক - TopicsExpress



          

ক্লাস নাইনের এক স্টুডেন্ট পড়াই। এই বছরের শুরুর দিকে তার অংক করাতে গিয়া দেখলাম অলমোস্ট কোন অংকই পারছিনা। কারন কি? আমি অংক করার পর যে উত্তর আসে, বইয়ের শেষের উত্তরের সাথে তার একটাও মেলেনা। কনফিউজড হয়ে গেলাম! আমি তো অংক খারাপ না। নতুন বছরের নতুন বই, তাতে কি? অংক মিলবে না কেন? তবে কি আগে যে নিয়মে করেছি এখন সে নিয়মে করলে হবেনা? লজ্জার মাথা খেয়ে স্টুডেন্টকে বললাম, এক কাজ কর।একটা অংক গাইড কিনে ফেল। নতুন বইয়ের নতুন এসব অংক আমাদের সময় ছিলনা তো! তাই এইকু বুঝতে ভুল হচ্ছে আমার। স্টুডেন্ট গাইড কিনে আনল। আমি যে অংক গুলো উত্তর মিলাতে পারিনি গাইডে গিয়ে দেখি উত্তর ভুল! আমার উত্তরের সাথে গাইডের উত্তর হুবুহু মিলে যাচ্ছে।মাঝখান দিয়ে আমি খামোখা স্টুডেন্ট এর কাছে লজ্জিত হলাম! সাড়া বছরে যে বইয়ের ভেতর আরও কত ভুল পেয়েছি তা বলে শেষ করা যাবেনা। ভুল তো হতেই পারে। মানুষ মাত্রই ভুল করে। কিন্তু সেই ভুল যখন মাত্রা ছাড়িয়ে আশংকাজনক পরিস্থিতি সৃষ্টি করে আমাদের মনে প্রশ্ন জাগে- "ভুলটা কি মানুষে করেছে নাকি গরু ছাগল?" ঘটনাটার কথা এখন মনে পড়ে যাওয়ার কারন একটু আগে একটা খবরে দেখলাম সরকার বলেছে ২০১৫ সালের আগে বইয়ের ভুল ঠিক করা সম্ভব হবেনা! অথচ সরকার নাকি শিক্ষার ব্যাপক উন্নতি করতে সদা তৎপর!!!!! বাচ্চা ছেলেমেয়ে গুলোকে খামাখা ভোগ শিকার করে তারা শিক্ষার কি উন্নতি করবে এটা আমার মাথায় ঢুকছেনা। আপনাদের মাথায় ঢুকলে বইলেন!... Icon opu.
Posted on: Wed, 18 Sep 2013 14:41:21 +0000

Trending Topics



ঙ্গ--র-ম-ন্ড-ন-য়-topic-694908693939669">প্রসঙ্গ- রিমান্ড নিয়ে
WATCH VIDEO! Mixed with pictures and videos of Lead changes, Slide
13 Days of Vampires: Day Two QOTD OST/Score What better way
RADIOMAKER HANS OOSTERHOF alias SUHANDI (84)

Recently Viewed Topics




© 2015