খাঁটি মধু চেনার উপায় - TopicsExpress



          

খাঁটি মধু চেনার উপায় ! আসুন জেনে নিই কিছু সহজ পরীক্ষা যার মাধ্যমে আপনি নিশ্চিত হবেন মধুটি কি খাঁটি নাকি নকল। ১. এক টুকরা কাগজের মধ্যে কয়েক ফোঁটা মধু নিন। তারপর যেখানে পিঁপড়া আছে সেখানে রেখে দিন পিঁপড়া যদি মধুর ধারে কাছে না ঘেসে তবে তা খাঁটি মধু। আর পিঁপড়া যদি তা পছন্দ করে তবে মধুতে ভেজাল আছে। ২. মধুকে ফ্র্রিজের মধ্যে রেখে দিন। খাঁটি মধু জমবে না। ভেজাল মধু পুরাপুরি না জমলেও জমাট তলানী পড়বে। » আমাদের পোষ্ট যদি আপনাদের সামান্য উপকারে এসে থাকে তাহলে কমেন্টে অন্তত একটা THX জানাইয়েন।
Posted on: Tue, 03 Dec 2013 13:08:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015