খবর - খালেদা জিয়া বলেছেন, - TopicsExpress



          

খবর - খালেদা জিয়া বলেছেন, বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ‘নতুন ধারার’ সরকার গঠন করবে। এক ইফতার অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি দেয়ার সঙ্গে নির্দলীয় সরকারের দাবি আদায়ে ঈদের পর জোরাল কর্মসূচির জন্যও কর্মীদের তৈরি হতে বলেছেন তিনি মন্তব্য - সেই নতুন ধারা কি জিনিস ম্যাডাম ? সাইদী ধর্ম মন্ত্রী ? নিজামী আবারো শিল্পমন্ত্রী ? মুজাহিদ সমাজকল্যাণ মন্ত্রী ? তারেক চোরা - প্রধানমন্ত্রী ? ফালু আংকেল বানিজ্য মন্ত্রী ? গুলাম আযম - মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ? ঈদের পরে আবার কয়জন আমজনতার জীবন যায় মাঝখান দিয়ে কে জানে, এই ঈদই হয়ত আপনার শেষ ঈদও হতে পারে বুজছেন ভাইলোক।
Posted on: Thu, 18 Jul 2013 13:56:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015