খবরঃ অমর হচ্ছে - TopicsExpress



          

খবরঃ অমর হচ্ছে মস্তিষ্ক! শুনতে কল্পবিজ্ঞানের মতোই। সেটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা। এর চাবিকাঠি হবে এসআইএম তথা সিম। এটা কিন্তু মোবাইল কম্পানির সিমকার্ড নয়। এটা হলো সাবস্ট্রেইট-ইনডিপেনডেন্ট মাইন্ড (এসআইএম)। র‌্যান্ডাল কোয়েনের বক্তব্য, মস্তিষ্কের ক্ষুদ্র একটি অংশ নিয়ে যদি সেটির অনুরূপ কিছু তৈরি করা যায় তবে সেটি খুব স্বাভাবিক একটি কাজ হিসেবে গণ্য হবে এবং সেটি খুব সহজে বোঝাও যাবে। তা-ই যদি হয়, তবে পুরো মস্তিষ্ক নিয়ে সে কাজটি করতে বাধা কোথায়?- এমন প্রশ্ন উত্থাপন করেন র‌্যান্ডাল। তাঁর উদ্দেশ্য হলো, মস্তিষ্কের অনুরূপ একটি যান্ত্রিক কার্যব্যবস্থা তৈরি করা এবং সেটিকে কম্পিউটারে আপলোড করা। মস্তিষ্কের প্রতিটি অংশের কার্যব্যবস্থা চিহ্নিত করা, সেগুলোকে সংকেতে রূপান্তর করা এবং সব মিলিয়ে কম্পিউটারের উপযোগী করে সেই মস্তিষ্কের অনুরূপ একটি ব্যবস্থা তৈরি করাটাই হলো লক্ষ্য। আর সেটা সম্ভব হলে মানব মস্তিষ্ক পাবে অমরত্ব। নশ্বর শরীরে থাকা মস্তিষ্ক এভাবে কম্পিউটারে আপলোড করা গেলে ভার্চুয়াল জগতে সেই মস্তিষ্ক পাবে অমরত্ব। সেটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা নয়। বরং কম্পিউটারে কার্যকর এক মানব মন। “There is no death, daughter. People die only when we forget them, my mother explained shortly before she left me. If you can remember me, I will be with you always.” ― Isabel Allende, Eva Luna “I want to change the world, and do something valuable and beautiful. I want people to remember me before Im dead, and then more afterwards.” ― Russell Brand, My Booky Wook শান্তি প্রাচ্য দিবা ==== শান্তি! প্রাচীন প্রিয়া অধরা মায়াবিনী স্বখাত সলিলে মানব নির্মে সমাজ,রাষ্ট্র পরিব্যাপ্ত অনুক্ষণ অস্তিত্ত্ব বিকাশে অণুজীব বুভূক্ষু চরে জীবদেহ মাঝে মাত্‌স্যন্যায় সূত্র ব্যস্ত মহাকর্ষ লোভে কালো গুহা মহাগ্রাস সূর্য-তারার আশে! আলোয় বিনাশে আঁধার বাস্তবে মননে আঁধারের রাজত্বে আলো নিভৃত কিরণে মহা দৈত্য মুক্তির মিছিল প্রোটন-ইলেকট্রনে! মানুষের ভৃত্য আজো জিঘাংসার রণে। যান্ত্রিক চিন্তন ভাবি অসুর মণীষা বুদ্ধির সাধন-ভজন রোবট গূঢ়ৈষা! ভাইরাস,কৃমি আর ট্রয়ের ঘোড়া; স্টিলথ্‌ হয়ে পুষ্পক রথেই চলাফেরা! আক্রমণ সংক্রমণে দ্বিতীয় জগত্‌, যুদ্ধ অবিরত;অশান্ত ভবিষ্যত! প্রকৃতির বোতল-ভরা দানব অসুর যতো; মানুষের সাধনেই মুক্ত,দাসত্বই ব্রত! ইতিহাস রূদ্ধবাক অরব ইশারা; মানুষ স্বপ্ন-বেঁহুশ রিপুর পাহারা! যুদ্ধ যুদ্ধ খেলামত্ত ধর্ম রাজনীতি; মানবতা অধিকার যৌগিক বিভ্রান্তি! মানুষ যন্ত্র উভয়,দানব হয় যদি একীভূত রোবট মানব- শান্তি হবে চিরস্থায়ী পৃথিবীতে! সুনিরব গোরস্থানের শান্তি পারিবে- নিরন্তর বর্ষিতে!! --------
Posted on: Mon, 22 Dec 2014 08:00:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015