খবর: "....চিকিৎসার পাশাপাশি - TopicsExpress



          

খবর: "....চিকিৎসার পাশাপাশি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন শাখায় আইন বিভাগে পড়াশোনা করছেন তারেক রহমান..." মন্তব্য: কত যে মানুষকে ঘোল খাওয়াবে এই মিথ্যাবাদিগুলা; কেমব্রিজে বলে অনলাইনে আইন পরা যায়...হায়রে কপাল, তাইলে কি আমি বসে থাকতাম? কেমব্রিজে যেই কয়টা অনলাইন ডিগ্রী করা যায় আইনে সব কয়টাই করতাম। একটাও ছাড়তাম না। তারেক কেমব্রিজে পরে, এই কথা স্বয়ং কেমব্রিজের উপাচার্য আমাকে না বললে আমি বিশ্বাস করব না। জয়ের হার্ভার্ডের ডিগ্রীকে কে কাউন্টার করার জন্য এত বড় মিথ্যা? যতক্ষণ পর্যন্ত ভর্তির কোনো কাগজ পত্র দেখা না যায়, ততক্ষণ পর্যন্ত এই কথাটাকে একটা "ডাহা মিসা" কথা হিসেবেই বিবেচনা করা উচিত সবার। bd-pratidin/2013/07/30/8339
Posted on: Wed, 31 Jul 2013 09:51:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015