গাজীপুরে ৪০% ভোট পড়ে নাই - - TopicsExpress



          

গাজীপুরে ৪০% ভোট পড়ে নাই - না হলেও ১০ লক্ষ ভোটার ??? !!! সরকারকে ভুলে গেলে চলবেনা এবার একটা বড় অংশ তরুণ প্রজন্ম - তরুণ প্রজন্মের অন্যতম দাবী ছিল রাজাকারদের ফাঁসি - সরকার যদি ভেবে থাকে আবারও সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসবে তা ভুল - এইবার যদি রাজাকারদের ফাঁসি না দিতে পারে তো আর কোন দিন হবে না - এই সুযোগ বারবার আসবেনা - আর সরকার যদি ভেবে থাকে রাজাকারদের ফাঁসি না দিয়ে জিয়িয়ে রাখবে ভবিষ্যতের জন্য - তা হবে সম্পূর্ণ ভুল এবং আত্মঘাতী - ২১শে আগস্ট এইবার আর ব্যর্থ হবে না - আওয়ামীলীগের যেসব নেতা মারা গেছে বিচার হয় নাই- হবে না - কারণ ঐ বিচারের ক্ষমতা আওয়ামীলীগের ক্ষমতার বাইরে - ৪১/৪২ বছর আগের বিচারই করতে হিমশিম খেয়ে হচ্ছে আর তো গ্রেনেড হামলা - আওয়ামীলীগের মনে রাখা উচিত বিএনপি/জামায়াত এত উদার না - আর নারী এবং সংখ্যালুঘুদের জন্য খারাপ লাগছে - শফি সাহেব ফর্মে আছেন। এখনও সময় আছে ৪-৫টা রাজাকারের ফাঁসি কার্যকর করা তা না হলে তরুণ প্রজন্ম এর সমর্থন পাওয়া যাবে না - তারা ভোট দিতে যাবে না আর বরাবরের মত ৪০% ভোট কাস্ট হবে না।
Posted on: Sun, 07 Jul 2013 04:22:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015