গাজায় মানবতা বিরোধী - TopicsExpress



          

গাজায় মানবতা বিরোধী ইসরায়ীলী নৃশংস গনহত্যার প্রতিবাদে সূন্নী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচীর স্লোগানঃ খুনী রাষ্ট্র ইসরায়ীল-ধ্বংস হোক নিপাত যাক। খুনী ইসরায়ীলের দোসর যারা-মানবতার শত্রু তারা। মানবতার সংকটে-এগিয়ে আস একসাথে। মানবতার শক্তি এক হও-অপশক্তি তাডিয়ে দাও। মানবতা রক্ষা কর-ইহুদীবাদ উতখাত কর। জীবন জগত মুক্ত কর-মিথ্যা জুলুম উতখাত কর। দুনিয়া ব্যাপী ইহুদীদের দাস সৌদি গোত্রবাদী, ওহাবী,শিয়া,সালাফী, মৌদুদীদের জঘন্য কর্মকান্ডের দাইভার আজকে আমরা মুসলিমরা বহন করছি, ফিলিস্তিনে আমাদের মা, বাবা,ভাই, বোন, অকাতারে প্রাণ দিচ্ছে। আসুন বন্ধু মুখোশ ধারীদের মুখোশ উম্মোচন করে মুসলিম মিল্লাতকে তার হারানো গৌরব পুনরদ্ধারে একযোগে ছুন্নী আন্দোলন, বাংলাদেশ। World Sunni Movement. এর সুমহান প্লাটফর্মে মিলিত হই ও আপ্রাণ কাজ করি অন্যথায় যথাস্থানে নির্মম জবাবদিহিতা থেকে আমাদেরকে কেউ বাচাতে পারবেনা। আসুন ঈমানী সকল ভাই আগামীকাল ২০ জুলাই রোজ রবিবার সকাল ১১.৩০ টায় ছুন্নী আন্দোলন, বাংলাদেশ। World Sunni Movement. এর ব্যানারে পটিয়া থানার মোড চত্বরে মানব বন্ধন কর্মসূচী পালন করা হবে। এতে যোগদান করে ইমানী দায়িত্ব পালন করি।
Posted on: Sat, 19 Jul 2014 14:13:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015