“গডফাদারতো এখানে বসেই - TopicsExpress



          

“গডফাদারতো এখানে বসেই আছে, তাকেই বুঝাচ্ছি মঙ্গলবার রাতে একাত্তর টেলিভিশনের ওই টক শোতে সাত খুনের পেছনে নারায়ণগঞ্জের ‘গডফাদারদের’ দায়ী করে তিনি যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যায় আইভী বলেন, গডফাদার বলতে তিনি শামীম ওসমানকে বুঝিয়েছেন। “গডফাদার বলতে কাকে বুঝাচ্ছি সে তো এখানে বসেই আছে, তাকেই বুঝাচ্ছি। নারায়ণগঞ্জের গডফাদার একজনই সেটা এ কে এম শামীম ওসমান এবং তার সৃষ্টি আরো কিছু গডফাদার।” র‌্যাব এ হত্যাকাণ্ড ঘটালেও এর পেছনে ওই ‘গডফাদাররা’ রয়েছেন দাবি করেন আওয়ামী লীগের আইভী। তার অভিযোগ খণ্ডন করতে গিয়ে একই দলের নেতা শামীম ওসমান বলেন, “যাকে আমি দেখি করাপশনের একজন নায়িকা হিসেবে তাকে অ্যাটাক করে বক্তব্য দিতে চাই না। এটা আমার রুচিতে বাধে। “প্রতিটি জিনিসের একটা সৌজন্যতা, একটা ভদ্রতা, কথা বলার স্টাইল-সব কিছুর মধ্যে একটা মানুষের ব্লাডের পরিচয় পাওয়া যায়।” তার বক্তব্যের এক পর্যায়ে সঞ্চালক তাকে টেলিফোনে নূর হোসেনকে ‘গোর দার’ সঙ্গে দেখা করার পরামর্শের বিষয়ে বলতে বললে অসন্তোষ জানান শামীম ওসমান। তিনি বলেন, “আপনারা বইলা আনছেন এক গেস্টের নামে, আনছেন আরেক গেস্ট। কথাও শেষ করতে দিবেন না- তাহলে তো হবে না ভাইজান।” এ সময় সঞ্চালকের কাছে আইভী জানতে চান, অন্যের (আলোচক) কথা বলে শামীম ওসমানকে এই অনুষ্ঠানে আনা হয়েছে কি না। ‘হ্যাঁ’ সূচক উত্তর পেয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ান আইভী। এ সময় সঞ্চালকের সঙ্গে পাশ থেকে কথা বলে যাচ্ছিলেন শামীম ওসমান। সঞ্চালককে জবাবদিহির এক পর্যায়ে শামীমকেও ‘মিথ্যাবাদী’ বলেন আইভী, যাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এই নারী। এ সময় শামীম বলে ওঠেন, “তুমি উঠে যাচ্ছ উঠে যাও, বেয়াদবি করো না।” তারপর উত্তেজিত কণ্ঠে পাল্টা শামীম ওসমানকে ‘বেয়াদব’ বলেন আইভী। এক পর্যায়ে আইভী আবারো বসেন এবং আলোচনাও চালিয়ে যান নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী দুই পরিবারের এই দুই সদস্য। তবে অনুষ্ঠানের বিরতির মধ্যেও তাদের বদানুবাদ চলছিল বলে ওই অনুষ্ঠানে অংশ নেয়া তৃতীয় আলোচক গোলাম মোর্তজা জানিয়েছেন। তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “বেশ কয়েকবার শামীম-আইভী বিরতিতে যেভাবে উত্তেজিত বাক্য বিনিময় করেছেন, শামীম ওসমান আইভীকে প্রায় আক্রমণ করতে উদ্যত হয়েছেন, তাতে স্টুডিওতে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল। “শামীম ওসমান আইভীকে বলেছেন, ‘তুই নারায়ণগঞ্জে চল, তোরে দেখাইতেছি ...।’ আইভী বলেন, ‘চল নারায়ণগঞ্জে ...কী করবি?” “অনুষ্ঠান শেষে কিছু একটা বলে আইভী যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তিনি (শামীম) মারতে ছুটে যাচ্ছিলেন। তাকে ধরে ঠেকানো হয়। বিরতিতে আমার উপর যেভাবে ক্ষিপ্ততা দেখিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে যে কারোরই ভয় পাওয়ার কথা।” Photo: টিভি পর্দায় উত্তপ্ত শামীম-আইভী Video Comming soon Here >> Khairul মঙ্গলবার রাতে একাত্তর টেলিভিশনের ওই টক শোতে সাত খুনের পেছনে নারায়ণগঞ্জের ‘গডফাদারদের’ দায়ী করে তিনি যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যায় আইভী বলেন, গডফাদার বলতে তিনি শামীম ওসমানকে বুঝিয়েছেন। “গডফাদার বলতে কাকে বুঝাচ্ছি সে তো এখানে বসেই আছে, তাকেই বুঝাচ্ছি। নারায়ণগঞ্জের গডফাদার একজনই সেটা এ কে এম শামীম ওসমান এবং তার সৃষ্টি আরো কিছু গডফাদার।” র‌্যাব এ হত্যাকাণ্ড ঘটালেও এর পেছনে ওই ‘গডফাদাররা’ রয়েছেন দাবি করেন আওয়ামী লীগের আইভী। তার অভিযোগ খণ্ডন করতে গিয়ে একই দলের নেতা শামীম ওসমান বলেন, “যাকে আমি দেখি করাপশনের একজন নায়িকা হিসেবে তাকে অ্যাটাক করে বক্তব্য দিতে চাই না। এটা আমার রুচিতে বাধে। “প্রতিটি জিনিসের একটা সৌজন্যতা, একটা ভদ্রতা, কথা বলার স্টাইল-সব কিছুর মধ্যে একটা মানুষের ব্লাডের পরিচয় পাওয়া যায়।” তার বক্তব্যের এক পর্যায়ে সঞ্চালক তাকে টেলিফোনে নূর হোসেনকে ‘গোর দার’ সঙ্গে দেখা করার পরামর্শের বিষয়ে বলতে বললে অসন্তোষ জানান শামীম ওসমান। তিনি বলেন, “আপনারা বইলা আনছেন এক গেস্টের নামে, আনছেন আরেক গেস্ট। কথাও শেষ করতে দিবেন না- তাহলে তো হবে না ভাইজান।” এ সময় সঞ্চালকের কাছে আইভী জানতে চান, অন্যের (আলোচক) কথা বলে শামীম ওসমানকে এই অনুষ্ঠানে আনা হয়েছে কি না। ‘হ্যাঁ’ সূচক উত্তর পেয়ে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ান আইভী। এ সময় সঞ্চালকের সঙ্গে পাশ থেকে কথা বলে যাচ্ছিলেন শামীম ওসমান। সঞ্চালককে জবাবদিহির এক পর্যায়ে শামীমকেও ‘মিথ্যাবাদী’ বলেন আইভী, যাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন এই নারী। এ সময় শামীম বলে ওঠেন, “তুমি উঠে যাচ্ছ উঠে যাও, বেয়াদবি করো না।” তারপর উত্তেজিত কণ্ঠে পাল্টা শামীম ওসমানকে ‘বেয়াদব’ বলেন আইভী। এক পর্যায়ে আইভী আবারো বসেন এবং আলোচনাও চালিয়ে যান নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী দুই পরিবারের এই দুই সদস্য। তবে অনুষ্ঠানের বিরতির মধ্যেও তাদের বদানুবাদ চলছিল বলে ওই অনুষ্ঠানে অংশ নেয়া তৃতীয় আলোচক গোলাম মোর্তজা জানিয়েছেন। তিনি তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “বেশ কয়েকবার শামীম-আইভী বিরতিতে যেভাবে উত্তেজিত বাক্য বিনিময় করেছেন, শামীম ওসমান আইভীকে প্রায় আক্রমণ করতে উদ্যত হয়েছেন, তাতে স্টুডিওতে ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল। “শামীম ওসমান আইভীকে বলেছেন, ‘তুই নারায়ণগঞ্জে চল, তোরে দেখাইতেছি ...।’ আইভী বলেন, ‘চল নারায়ণগঞ্জে ...কী করবি?” “অনুষ্ঠান শেষে কিছু একটা বলে আইভী যখন বের হয়ে যাচ্ছিলেন তখন তিনি (শামীম) মারতে ছুটে যাচ্ছিলেন। তাকে ধরে ঠেকানো হয়। বিরতিতে আমার উপর যেভাবে ক্ষিপ্ততা দেখিয়েছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, তাতে যে কারোরই ভয় পাওয়ার কথা।” Full Video link Below https://facebook/photo.php?v=778286855561570&saved
Posted on: Wed, 13 Aug 2014 00:08:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015