গণিতের মজাঃ সংখ্যারাও - TopicsExpress



          

গণিতের মজাঃ সংখ্যারাও কথা বলে- একেবারে খাঁটি বাংলায়!! ★★★চমক হাসান★★★ হাতের কাছে ছোট্ট একটা ক্যালকুলেটর থাকলেই চলবে। যদি তাও না পাওয়া যায়, তাহলে একটা কাগজ আর একটা কলম… আর সামান্য কল্পনাশক্তি, এইটুকু থাকলেই দেখা যাবে কী অসীম আনন্দ নিয়ে বাংলা ভাষায় কথা বলে চলেছে সংখ্যারা ! ক) ১ কে যদি আমরা ১১ দিয়ে ভাগ দেই পাওয়া যাবে সত্যবাদী সংখ্যা। আমি যদি জিজ্ঞেস করি, “আচ্ছা বল তো, ১ কে ১১ দিয়ে ভাগ দিলে শূন্য পাওয়া যাবে?”, তোমরা অবাক হয়ে তাকাবে আমার দিকে- শূন্য কোত্থেকে এল এর মধ্যে? ওই সংখ্যাটি নিজেও সেই কথাই বলে চলে- এখানে শূন্য আসবে কেন? ১ কে ১১ দিয়ে ভাগ দিলে পাবে ০.০৯০৯০৯০৯০৯০৯… … বাংলাতে পড়ে শোনাই… শূন্য দশমিক শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয় শূন্য নয়… এরপর থেকে সে অনন্তকাল বলে চলে- এটা কিন্তু শূন্য নয়! এটা কিন্তু শূন্য নয় বিঃদ্রঃ এই রকম সুন্দর ও শিক্ষামুলুক স্টাটাসের জন্য লাইক দিয়ে উৎসাহিত করুন।
Posted on: Wed, 24 Sep 2014 06:00:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015