গত কয়েকদিন ধরে এফ বি তে - TopicsExpress



          

গত কয়েকদিন ধরে এফ বি তে ক্রমাগত বই লিস্ট ট্যাগ দেখতে দেখতে এক পর্যায়ে বেশ দুঃখ দুঃখ লাগতেসিল, আহা ... আমাকে কেউ ই ট্যাগ করলোনা! ... দোস্তবর মৃদু ধ্বনি কে ধন্যবাদ :) এই যে আমার এই মুহুর্তে মনে আসা লিস্ট ১। পর্বতের ওপারে (the other side of the mountain) অনুবাদ- আবদার রশিদ অরিজিনাল রাইটার এর নাম মনে নাই , বইতে ছিল না মনে হয় । (বই পরে জীবনের প্রথম ধাক্কা ) ২। সেবা অনুবাদ আ টেল অফ টু সিটিজ , রিটার্ন ওফ শি , হার বেণি , রবিন হুড , লা মিজারেবল ...। ... (অগণিত ) ৩। শঙ্খনীল কারাগার , হুমায়ুন আহমেদ ( যেই বই এর শেষ লাইন আজীবনের জন্মে মাথায় আটকা পড়া। এমনকি লেখক এর উপর থেকে পছন্দ উঠে যাওয়ার পর ও মুক্ত হয়নাই ) ৪। পাগলা সাহেবের কবর ,শীর্ষেন্দু মুখোপাধ্যায় ( দূরেও নয় কাছে নয় গভীর কত ...! ) ৫। আমার বন্ধু রাশেদ, মুহম্মদ জাফর ইকবাল ( এক কাজ করিস, তোর ছেলের নাম রাখিস লাড্ডু) ৬। প্রথম আলো , সুনীল গংগোপাধ্যায় ( ক্যামনে সম্ভব ! ) ৭। Three Act Tragedy, Agatha Christie ( Explanation of the first Act , and the last line - it might have been me said Hercule Poirot. ) ৮। লোটাকবম্বল , ইতি তোমার মা - সঞ্জীব চট্টপাদ্ধ্যায় ৯। প্রফেসর শঙ্কু ,অঙ্ক স্যার গোলাপি বাবু আর টিপু, - সত্যজিৎ রায় আর ১০ কিন্তু বস :) আমার সব সময়ের বন্ধু টিনটিন , হার্জ আপাতত কাউকে ট্যাগ করতে ইচ্ছা করতেসেনা , পরে ইচ্ছা হইলে করে দিব । সনেট তোকে আবার একটা ধন্যবাদ :)
Posted on: Sun, 31 Aug 2014 18:47:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015