গত পরশুদিন আমার নানুর - TopicsExpress



          

গত পরশুদিন আমার নানুর বাসা থেকে মাসকান্দা হয়ে চরপাড়ায় আসছিলাম । টেম্পুতে কম পয়সায় চড়া যায়, তাই টেম্পুই ভরসা । ময়মনসিংহে এখন ঢাকার সব Rejected টেম্পুগুলো রাজার হালে চলে । ব্যাক্তিগত উপকারে আসলেও শহরের অর্ধেক যানজটের মূল কারণই এই তিন চাকার যান । ফ্রি হিসেবে বিকট শব্দ আর দুর্ঘটনার সম্ভাবনা তো আছেই ! তো এই টেম্পুতে চড়ে চরপাড়ায় আসার সময় খেয়াল করে দেখলাম যে দিঘারকান্দা পুল (মাসকান্দার আগে, এখান থেকে পৌরসভা শুরু) থেকে চরপাড়া পর্যন্ত রাস্তার একপাশে পাশে সর্বোচ্চ ২০টা লাইট জ্বলে । তারও কোনটার একটা টিউব লাইট নষ্ট । কোনটা জ্বলার চেষ্টায় আছে । কোথাও সোডিয়াম লাইট (হলুদ আলো), কোথাও সাদা টিউব লাইট । চরপাড়া মোড়ে রাস্তার ডিভাইডার উঁচু করে তাতে গাছ লাগানো হয়েছিল । সেটা অনেকদিনই ভাঙা । ভাঙা ডিভাইডারে বিশ্রাম নিচ্ছে আমাদের চির আপন গরু ! সৌন্দর্য্যের আলাপ বাদ দিলাম । দরকারই যেখানে মিটে না সেখানে কম্বিনেশন ঠিক থাকার আশা করা বোকামি । সে যাই হোক, খেয়াল করে দেখবেন শহরের অধিকাংশ রাস্তারই বেশীরভাগ লাইট নষ্ট ! রাস্তার পাশে দোকানপাট আর বিলবোর্ডের আলোয় সেটা আমরা হয়তো খেয়াল করি না । কিন্তু একটু খেয়াল করে সন্ধ্যার পর হাটলে দেখবেন কি বেহাল দশা পুরো শহরেই ! ঢাকার মত ময়মনসিংহের রাস্তায়ও সিগনাল বাল্ব আছে । এগুলো খেয়াল করেছেন নিশ্চয়ই ? এগুলো যখন লাগানো হয় তখন নিশ্চয়ই জ্বলত, তাহলে এখন না কেন ? একটু হাস্যকর প্রশ্নই হয়তো হয়ে যায় । মানবে কে ? রক্ষণাবেক্ষণ করবে কে ? কিন্তু সুযোগ যেহেতু আছে সেটা কি পুরোটাই নষ্ট হচ্ছে না ? আমি ময়মনসিংহের বাইরে অনেক প্রাচীন জেলায়ও দেখেছি এইরকম সিগনাল বাতি নাই । রাস্তায় ডিভাইডার নাই । কিন্তু বিভাগীয় সদর বা সিটি করপোরেশন না হয়েও এই ময়মনসিংহ পৌরসভায় এগুলো আছে । কবে এসবের ব্যবহার দেখব ? পুরো শহর ভর্তি কোচিং সেন্টারের ব্যানার । এটা যে শিক্ষা নগরী, তারই প্রমাণ হয়তো ! কয়েকদিন আগে মাইকিং শুনেছিলাম যে অবিলম্বে সব ব্যানার নামিয়ে ফেলতে হবে । নয়তো আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । কই ? আপনি কোন তফাৎ দেখছেন ? হাজার হাজার সমস্যা ময়মনসিংহে । রাস্তা ভাঙা । যদিও এটা জাতীয় সমস্যা এখন । তারপরেও শহরের ভেতরের অংশটুকুতে ডিভাইডার গুলো রং করা যেতে পারে । যেটা প্রধানমন্ত্রী আসার আগে করা হয়েছিল । নতুন করে ডিভাইডার তৈরী না হোক, রাস্তায় সাদা দাগ দেওয়া যেতে পারত । দেখতেও তো সুন্দর লাগে । জানি না এসব দেখার দায়িত্ব আসলে কাদের । পৌরসভার আয়ত্বে যদি থাকে তাহলে আমরা আশা করতেই পারি এই সমস্যাগুলোও ঠিক হবে, ব্রহ্মপুত্রের পাড়ের মত পুরো শহরটাই হোক সুন্দর আর দেখার মত....... অল্প বৃষ্টিতেই নতুন বাজার, গাঙ্গিনাড়পাড়, আর ত্রিশাল বাসট্যান্ডে জমে যাওয়া পানি পাড় হতে আর ভাল লাগে না :( লেখকঃ রাফি মোহাম্মদ
Posted on: Sat, 26 Jul 2014 19:33:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015