গত ৪ আগস্ট(২০১৩) জাতির - TopicsExpress



          

গত ৪ আগস্ট(২০১৩) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকােণ্ডর মতো শেখ হাসিনার মৃত্যু হবে বলে হুমকি দিয়ে সজীব ওয়াজেদ জয়কে টুইট বার্তা প্রেরণ করেছে প্রবাসী বাংলাদেশী উইলিয়াম গোমেজ। গত বছর ৬ জুন(২০১২) এই গোমেজ তার ইমেল বার্তায় বিশ্বের অনেক বিশিষ্ট ব্যক্তির মন্তব্যসহ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটি অপপ্রচারের দীর্ঘ লিফলেট আপলোড করে আমার কাছে পাঠিয়েছিল। আমার মনে হয় এভাবে ‘আই অ্যাম এন্টি স্টেট’ কবিতার লেখক উইলিয়াম নিকোলাস গোমেজ কেবল আমাকে নয় বিশ্বের অনেক জায়গায় বার্তা পাঠিয়ে মহাজোট সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অনেকদিন থেকে মরিয়া হয়ে উঠেছে। বাংলাদেশ সম্পর্কে সেখানে একটি অংশ ছিল এরকম- This is a place stained in human rights abuse with a brutal, violent nature toward those in its government’s grasp. Torture, intimidation; all sorts of daily violations of human rights color the air here with indifference. A strong-willed expatriate from this imprisoning place, is refusing to be silent or silenced. যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে উন্মাদ জামায়াত-বিএনপির মতো নিকোলাসও রাষ্ট্রের বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অনেক আগে থেকে। কয়েক বছর আগে ‘শ্রীলঙ্কা অবজারভার’ নামে একটি নিউজব্লগের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার সময় বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সিরিজ মনগড়া কাহিনী প্রচার করেছে সে, কিছুদিন আগে ইলিয়াস আলীর নিখোঁজ প্রসঙ্গে একটি ব্লগপোস্টে আজগুবি গল্প ছেড়েছিল। এসব মনে রাখলে আমাদের প্রজন্মের নেতা সজীব ওয়াজেদ জয়কে ঐ হত্যার বার্তা প্রেরণ অস্বাভাবিক কিছু নয়। পাগলা কুকুরের মতো ক্ষিপ্ত এ ধরনের গোমেজরা জামায়াত-বিএনপির পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে। অর্থের বিনিময়ে তারা শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাদের এ ধরনের কাজের সমুচিত জবাব দেয়া এখন আমাদের কর্তব্য।
Posted on: Mon, 05 Aug 2013 03:43:46 +0000

Trending Topics



ttext" style="margin-left:0px; min-height:30px;"> Ai that long yeu ai den bay jio thi da biet chuyen tinh doi ta

Recently Viewed Topics




© 2015