গুরুত্বপূর্ণ সাধারণ - TopicsExpress



          

গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান : (সবার জানা উচিত) ★খাবার স্যালাইন আবিষ্কার করে কোন প্রতিষ্ঠান? উ.আইসিডিডিআরবি ★বাংলাপিডিয়া প্রকাশ করে কারা? উ. এশিয়াটিক সোসাইটি। ★ভারতে কয়টি অঙ্গরাজ্য আছে? উ. ২৮টি। ★রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো কিসের কাজ করে? উ. লেন্সের। ★মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে? উ. সৌদি আরব। ★যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না উ. হেপারিন। ★আকাশ নীল দেখায় কেন? উ. নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। ★পানি ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কী? উ. কেরোসিন পানির চেয়ে হালকা বলে। ★বাংলাদেশ বিমানের প্রতীক কী? উ. বলাকা। ★বাংলাদেশের সংবিধানে মোট কতটি ভাগ রয়েছে? উ. ১১টি। ★সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কী? উ. নারিকেল জিঞ্জিরা। ★বিশ্ব শিশু দিবস কবে পালন করা হয়? উ. অক্টোবর মাসের প্রথম সোমবার। ★বিশ্বে প্রথম এইডস রোগী চিহ্নিত হয় কোন দেশে? উ. যুক্তরাষ্ট্রে। লাইক ও শেয়ার দিন plzz
Posted on: Sun, 21 Jul 2013 06:46:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015