গ্রামীণ ফোন বাংলাদেশে ৭ - TopicsExpress



          

গ্রামীণ ফোন বাংলাদেশে ৭ টাকা কল চার্জ নিয়ে প্রবেশ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশীদের রক্ত জুসের মত চুষে খেয়েছে । ২১ দিনে ৩০০ টাকা লোড করতেই হতো । একটেল প্রথম ৩০০ টাকায় ৬ মাস মেয়াদ দেওয়ার পরই গ্রামীণও দিলো । বাংলালিংক আসার পর কলচার্জ আস্তে আস্তে কমে গেল। গ্রামীণ ফোন বাধ্য হয়ে কল চার্জ কমিয়ে এখন প্রতি মিনিট দু টাকায় এনেছে । গ্রামীণ ফোন নিজ থেকে কোন প্যাকেজ এখনো দেয় নি । অন্য অপারেটররা দেয় গ্রামীণফোন নিজের অস্তিস্তকে ধরে রাখা জন্য বাধ্য হয়ে দেয় । এই গ্রামীণফোন গেছে ভারতে । ভারতের পাবলিক ভুদাই না তাইতো ভারতে গিয়ে ১পয়সা থেকে ৭ পয়সার ভিতর কলচার্জ করেছে গ্রামীণফোনের মাদার কোম্পানী ইউনিনূর। এই যে বিদেশী কোম্পানী অপারেটর গুলি আমাদের রক্ত চুষে খাচ্ছে তাতে আমা কিছুই যায় আসে না । অথচ আমাদের রাস্ট্রীয় ফোন টেলিটক উপেক্ষিত । টেলিটকের নেটওয়ার্ক বসাতে সব থেকে বেশি অর্থ ব্যয় হয়েছে । তারপরও টেলিটকের নেটওয়ার্ক বেশি সুবিধার নয় । কেনো ? বিদেশী ফোন অপারেটর গুলি চক্রান্ত করে টেলিটকের গলা চিপে ধরে রেখেছে সরকারও কিছু বলে না । আর আমরা বাংলাদেশী পাব ? স্বার্থপর নিজ দেশের রাষ্ট্রীয় ফোন রেখে পরের ফোনে পোদ্দারী করি । অনেককে জিজ্ঞাসা করি টেলিটক ব্যবহার করো না কেনো । অনেকেই উত্তর দেয়ঃ বালের টেলিটক , বালের নেটওয়ার্ক । আমরা যারা শহরে বাস করি তারা তো নেটওয়ার্ক পাই । হয়তো গ্রামে একটু সমস্যা হয় । হোক না একটু । নিজের দেশের নিজেদের ফোন তো । কোলকাতা দাজিংলিং গেলে ঐ দিকে বিদেশী ব্রান্ড গাড়ি খুব কম । দেশী গাড়ি চলে বেশি , আরও কি কি জানি । আর প্রাইভেট কার গুলি ব্যাঙ্গের মতো । আমরা বাংলাদেশীরা হেসে বলে ঐটা একটা গাড়ি হলো কিন্তু দেখেন ভারতীয়রা নিজ দেশের প্রোডাক্ট ব্যবহার করেই খুশি । ওদের আছে দেশ প্রেম । আর তাইতো ৬০ টাকায় ১ জিবি নেট পায় আর আমরা পাই ৩৫০ টাকায় । . . .
Posted on: Wed, 19 Jun 2013 05:54:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015