চান্দু গেলো কে হতে - TopicsExpress



          

চান্দু গেলো কে হতে চায় কোটিপতি অনুষ্ঠানে!! ১০০০ টাকার জন্য চান্দুকে প্রশ্ন করা হলঃ আপনার বাবার নাম কি?? অপশনগুলো হচ্ছে, A. Amir Khan. B. Shah Rukh Khan. C. মখলেস মিয়াঁ D. Sachin Tendulkar. চান্দু অনেকক্ষণ ভাবার পর বললঃ আমি লাইফ লাইন নিতে চাই। ৫০-৫০। দুটো অপশন মুছে গেলো, রইলঃ C. মখলেস মিয়াঁ D. Sachin Tendulkar. চান্দু তবুও নিশ্চিত নয়। বলল, আমি দর্শকদের সাহায্য নিতে চাই। দর্শক ভোটিং এর রেসাল্টঃ C. মখলেস মিয়াঁ (৮০%) D. Sachin Tendulkar. (২০%) চান্দু এবারো নিশ্চিত নয়। বলল, আমি আমার শেষ অপশন ফোন ফ্রেন্ড ব্যাবহার করতে চাই। উপস্থাপকঃ আপনি কাকে ফোন করতে চান? চান্দুঃ আমার বাবা, জনাব মখলেস মিয়াঁকে.. (মজা পাইলে ও পরবর্তী জোকস পড়তে চাইলে লাইক করতে ভুলে যাবেন না৷) !![ভাই/বোনেরা তখনই খুব খারপলাগে যখন জোক্সটি পড়ে লাইক না দিয়ে চলে যান। লাইক পাইলে নতুন নতুন জোক্স লিখতে উৎসাহ পাওয়া যায়।] √ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন লেগেছে আপনার? কমেন্ট (Comment) করতে ভূলবেন না।আপনার যদি লিখতে কষ্ট হয়, তাহলে সংক্ষেপে T=(thanks). G=(good). B=(bad). N=(nice). O=(osthisr). লিখে কমেন্ট করবেন। তাহলে পরে আরও ভাল পোষ্টে নিয়ে হাজির হব । ধন্যবাদ।
Posted on: Sat, 10 Jan 2015 13:00:00 +0000

Trending Topics



px;">
Police have scrambled to place officers at all schools in three
i keep forgetting who i have and havent told, so this is my

Recently Viewed Topics




© 2015