চতুর্থঃ সংযুক্ত আরব - TopicsExpress



          

চতুর্থঃ সংযুক্ত আরব আমিরাত, মাথাপিছু আয় $৪৯,৮৮৩ মধ্যপ্রাচ্যের দেশগুলির মাঝে তেল রপ্তানি করে ভালই অর্থ উপার্জন করছে সংযুক্ত আরব আমিরাত। এরই মাঝে তেল রপ্তানির ফলে দেশটির জনগণের মাথা পিছু আয় ব্যাপক বৃদ্ধি লাভ করেছে। এই দেশটির প্রধান শহর দুবাই এরই মাঝে বিশ্বের আকর্ষণীয় শহর হিসেবে পর্যটকদের আকৃষ্ট করেছে। সংযুক্ত আরব আমিরাত চারিদিকে মরুভূমি পরিবেষ্টিত একটি রাষ্ট্র যার অর্থনীতি নির্ভর করে দেশটির খনিজ সম্পদ তেলের উপর। দেশটিতে ২০১১ সাল থেকে বৈদেশিক বিনিয়োগ ও লক্ষণীয় হারে বৃদ্ধি পেয়েছে যা দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ করার পেছনে একটা বিরাট কারণ হিসেবে দেখছে বিশ্লেষকরা। আইএমএফ পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে দেশটির মাথাপিছু আয় ৫৭ হাজার ডলারে উন্নীত হতে পারে। The United Arab Emirates has significantly succeeded to establish an oil and petrochemicals based strong economic structure from last twenty years and is achieving average about 5.88% GDP. On the other hand, The UAE honorable government is expending billions of dollars in massive infrastructure and social development to build the UAE as a tourism based second top revenue earning sectors for the nation and achieving a global largest 4th per capita $49883.00 dollars for the current fiscal year
Posted on: Thu, 11 Dec 2014 08:51:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015