চবির ডি-১ - TopicsExpress



          

চবির ডি-১ ইউনিটের স্বাক্ষাৎকার শুক্রবার যথা সময়ে অনুষ্ঠিত হবে ভর্তিচ্ছুদের ২৯ নভেম্বর শুক্রবার বেলা ১টা ৩০ মিনিটে চবির সমাজ বিজ্ঞান অনুষদ ডিন অফিসে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৮ দলের অবরোধ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ভর্তিচ্ছুরা কিভাবে আসবে? এমন প্রশ্নের জবাবে ডি ইউনিটের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক হোসাইন কবির বলেন, বেলা ১.৩০ মিনিট থেকে শুরু করার কথা থাকলেও দেশের পরিস্থিতি বিবেচনা করে একটু পরে শুরু করা হবে। চলবে যতক্ষন পর্যন্ত ভর্তিচ্ছুরা আসতে থাকবে। সে সময়টা সন্ধা ৬ বা রাত আটটা পর্যন্ত হলেও আমরা স্বাক্ষাৎকার গ্রহন করবো। স্যার যাদের বাড়ি উত্তর বঙ্গে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বাড়ি অনেক দুরে একেবারে আসতেই পারছে না, বিষয়টি সত্যতা সাপেক্ষে তাদের বিষয়টি আমরা বিবেচনা করবো। তবে এ ক্ষেত্রে তাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখতে হবে। Mondall Mohammad Arif ®০৪©
Posted on: Thu, 28 Nov 2013 19:52:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015