চরিত্রহীন মানুষ পশুর - TopicsExpress



          

চরিত্রহীন মানুষ পশুর সমান এই ভাবসম্প্রসারণটা যারা পড়েছেন তারাই বুঝবেন চরিত্রের মূল্য কতটুকু? আর আমি মনে করি চরিত্রহীনতা থেকে রহ্মা পাওয়ার প্রধান অস্ত্র হল সামর্থ থাকলে যত তারাতারি সম্ভব বিয়ে করে নেয়া ।আর মানুষ যাতে চরিত্রহীন না হয় সে জন্যই আল্লাহ বিয়ের ব্যাবস্তা করে দিয়েছেন ।আল্লাহ কত মহান তিনি যদি বিয়ের সিস্টেম না দিতেন তাহলে বর্তমান সমাজে কেউই নিজের চরিত্রকে কলঙ্ক মুক্ত রাখতে পারত না ।কারও যদি চরিত্র নামের সোনার হরিণ হারানোর ভয় থাকে তাহলে দেরী না করে বিয়ে নামক ওষুধটা খেয়ে নিন নয়তো অকালে চরিত্র হারাইয়া সারাজীবন কাইন্দা চোখের জল আর নাকের জল এক করবেন । N.B:আমরা পশু হতে চাইনা আমরা বিয়া কইরা হলেও মানুষ থাকতে চাই
Posted on: Sun, 17 Nov 2013 05:38:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015