চলে আসুন আজ আমাদের - TopicsExpress



          

চলে আসুন আজ আমাদের হ্যাপিনেস ডিস্ট্রিবিউশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়য়ের কেন্দ্রীয় জামে মসজিদে :) :) জুম্মার নামাজের পরেই আমরা আমাদের Distributing Happiness ইভেন্টটি করতে চাচ্ছি। ফুড প্যাকেজে কাল কি কি থাকছে... চাল, ডাল, সেমাই, চিনি, দুধ, মশলা, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এবং ওয়াশিং পাউডার ! এছাড়াও যাদের নাতিনাতনি, ছেলেমেয়ারা লেখাপড়া করে তাঁদেরকে এডুকেশোনাল ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়া হবে এর বাইরে আমাদের সেকেন্ড ফেজে সাস্টেইনেবল কিছু করে দেয়ার ইচ্ছা আছে এইসব দরিদ্র মানুষদেরকে। তার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন আমাদের ইভেন্ট ডিটেইলসঃ https://facebook/events/885484084799923/?source=1 আমাদেরকে আর্থিক সাহায্য পাঠাতে পারেন... বিকাশ নাম্বারঃ 01679683931 ডিবিবিএল মোবাইল ব্যাঙ্কিংঃ 017589286287, 017640009553 এছাড়া দেশের বাইরে থেকে টাকা পাঠাতে... GOLAM ISTIAQUE REZA SB ACC NO. 34105637 SONALI BANK LIMITED RAJSHAHI CORPORATE BRANCH RAJSHAHI, BANGLADESH
Posted on: Fri, 18 Jul 2014 05:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015