চুল পড়া রোধে নিমপাতার - TopicsExpress



          

চুল পড়া রোধে নিমপাতার ব্যবহার সুন্দর ও দৃষ্টিনন্দন চুলের জন্য নিমপাতার জুড়ি নেই। চুলে নিমপাতা ব্যবহার করলে চুল পড়া বন্ধ, খুশকি ও উকুন দূর হয়। এক কথায় নিমপাতা ব্যবহার করে দূর করতে পারেন চুলের সব সমস্যা। নিমপাতা ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। – সপ্তাহে একদিন নিমপাতা বেটে চুলে লাগিয়ে ঘণ্টাখানেক রেখে ধুয়ে ফেলুন এতে শুধু চুল পড়া কমবে না সেইসঙ্গে চুল নরম ও কোমল হবে। – নিমপাতার রস ও মধু মিশিয়ে সপ্তাহে তিনদিন চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে ২০ মিনিট রেখে শ্যাম্পু করুন আর আবিষ্কার করুন ঝলমলে সুন্দর চুল। – ১ চা চামচ নিমপাতার রস, ১ চা চামচ আমলকির রস, ১ চা চামচ লেবুর রস, প্রয়োজন অনুযায়ী টকদই মিশিয়ে সপ্তাহে দুইদিন চুলে লাগিয়ে আধঘণ্টা রেখে শ্যাম্পু করুন। নিমপাতা শুধু চুল পড়া বন্ধ করে না একইসঙ্গে খুশকি ও উকুন দূর করে
Posted on: Wed, 07 Jan 2015 17:57:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015