.................চূড়ান্ত মডেল - TopicsExpress



          

.................চূড়ান্ত মডেল টেষ্ট..................... ................ বিষয়: ফেসবুক .................... ................. পূর্ণমান:- ১০০.................... ................. সময়: ৩ ঘণ্টা ...................... (বিশেষ দ্রষ্টব্য: খাতার ওপরে নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্টের ঠিকানা এবং ব্যবহূত ই-মেইল ঠিকানা অবশ্যই লিখতে হবে। না লিখলে সেই খাতা বাতিল বলে গণ্য হবে।) ১। শব্দার্থ লেখো (যেকোনো ৫টি) ১x৫=৫ Tag, Poke, Notification, Group, Subscriber, Privacy, Password ২। পূর্ণরূপ লেখো (যেকোনো ৫টি) ১x৫=৫ LOL, BTW, OMG, ASL, HRU? ৩। রচনামূলক প্রশ্ন (যেকোনো ৪টি প্রশ্নের উত্তর দাও) ৪x১০=৪০ ক) একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলারপদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করো। খ) টাইমলাইন কী? ফেসবুক টাইম লাইনের প্রয়োজনীয়তা বর্ণনা করো। গ) সংক্ষেপে ফেসবুক তৈরির ইতিহাসলেখো। ঘ) সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুকের ভূমিকা বর্ণনা করো। ঙ) ফেসবুক ও গুগল প্লাসের মধ্যে পাঁচটি পার্থক্য লেখো। চ) টীকা লেখো: ...................(১)ফার্মভিল(২) মার্কজাকারবার্গ ৪। ভাবসম্প্রসারণ করো: ১x১০=১০ (ক) কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে ফেসবুক বিনা সুখ লাভ হয় কি মহীতে অথবা (খ) ফেসবুক এক ভয়ানক ব্যাধি ৫। কথোপকথন তৈরি করো: ১x১০=১০ টিংকু ও টুনির ফেসবুকে নতুন বন্ধুত্ব হয়েছে। ফেসবুক চ্যাটে দুজনের মধ্যে আজ প্রথম কথা হলো। তাদের ফেসবুক চ্যাটে কথোপকথনের কিছু অংশ নিজের ভাষায় লেখো । ৬। পত্র লেখো: ১x১০=১০ (ক) ধরো, তোমার ইন্টারনেট প্যাকেজ শেষ হয়ে গেছে। ফেসবুকে তুমি ঢুকতে পারছ না। অথচফেসবুক ছাড়া একটি দিনও কাটানো সম্ভব না।তাই ফেসবুকে ঢুকতে ইন্টারনেট চালু করার জন্য টাকা চেয়ে তোমার পিতার নিকট একটিপত্র লেখো। অথবা (খ) ফেসবুক আছে কিন্তু ফেসবুক রাখার কোনো ফেসবুক লাইব্রেরি নেই। এ জন্য ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব একটি ফেসবুক লাইব্রেরি স্থাপনেরজন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে একটি আবেদনপত্র লেখো। ৭! যেকোনো একটি বিষয়ে রচনা লেখো: ১x২০=২০ ক) ফেসবুক আশীর্বাদ না অভিশাপ খ)ফেসবুক গ্রুপ এবং এর প্রয়োজনীয়তা গ) একটি ফেসবুক পেজের আত্মকাহিনি ঘ) ফেসবুক প্রেম ঙ) ফেসবুক হ্যাকিং—সমস্যা ও প্রতিকার পরীক্ষায় সবাই কে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হ
Posted on: Tue, 16 Jul 2013 14:55:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015