@ ছেলেটি এবং মেয়েটি@ Written by - TopicsExpress



          

@ ছেলেটি এবং মেয়েটি@ Written by : Imran S Islam অবশেষে ....... দীর্ঘ অপেক্ষার পর দেখা হল ছেলেটির আর মেয়েটির.... খুব সম্ভবত শেষবারের জন্য.... নিয়তি চাইলে অবশ্য দুজনকে আবার দাড় করাতে পারে সামনাসামনি.. কিন্তু সে সম্ভাবনা খুবই ক্ষীণ , তাই প্রথমটাকেই সত্য বলে ধরে নিয়েছে দুইজন।। দুজনের পূর্বের সাক্ষাতগুলোতে মেয়েটি যেন কথার ঢালি নিয়ে বসত আর ছেলেটি ছিল নির্বাক স্রোতা.. কিন্তু আজ মেয়েটি নিশ্চুপ.. পরিস্থিতি তাকে চুপ থাকতে বাধ্য করেছে .. ছেলেটি এ নিস্তব্ধতায় অভ্যস্ত না তাই তার কাছে অসহ্য লাগছে, নিস্তব্ধতা কাটানোর জন্য ছেলেটিই প্রথমে কথা বলল : - কেমন আছ ? উত্তরটা ছেলেটির জানা.. তবুও প্রশ্নটা করল , কারন নিস্তব্ধতার দেয়াল ভাঙার জন্য এর চেয়ে ভাল কিছু ছেলেটির ভান্ডারে নেই .. দুই শব্দের সহজ একটা প্রশ্ন করেছে ছেলেটি , যার উওর এক শব্দেই দেওয়া যায় , কিন্তু আজ এ সহজ প্রশ্নের উত্তর দিতে পারছে না মেয়েটি.. ছেলেটি মেয়েটির উত্তর শোনার জন্য একদৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে.. মেয়েটি কিছু বলছে না .. শুধু দু ফোটা অশ্রু তার চোখ বেয়ে নেমে গেল ছেলেটা আবার প্রশ্ন করল : - পড়ালেখার কি অবস্থা ? সামনে তো পরীক্ষা .. মেয়েটা এবারও কিছু বলল না .. ছেলেটাকে পরিচয়ের পর থেকে অগোছালো, খামখেয়ালী, ঠান্ডা মেজাজের হিসেবে দেখে আসছে .. ছেলেটার ব্যবহার সর্ম্পকে সে পরিচিত.. তবুও ছেলেটার র্নিলিপ্ত ভঙ্গি আজ তাকে খুব অবাক করছে .. এবারও মেয়েটা কোন উত্তর দিল না খালি দু ফোটাঁ অশ্রু তার চোখ বেয়ে নেমে গেল এবার আর ছেলেটি নিজেকে সামলে রাখতে পারল না , এ অশ্রুর মুখোমুখি তো সে কখনও হতে চায়নি, উঠে দাড়াল সে চলে যাওয়ার জন্য, ছেলেটি চলে যাচ্ছে দেখে মেয়েটি এই প্রথম কথা বলল : - উঠে পড়লা কেন ? - মুক্তা দানার অপচয় সহ্য হচ্ছে তাই চলে যাওয়াটাকেই শ্রেয় মনে করছি - আজকেও হেয়ালি করবা ? অভিমানের সুরে মেয়েটি বলল - হেয়ালি না , তোমার কাছে তোমার চোখের জল সামান্য অশ্রু হতে পারে কিন্তু আমার কাছে দুর্লভ মুক্তা দানা ।। আগে হলে এ কথা শুনে মেয়েটি আশ্রয় নিত ছেলেটার বুকে, চোখ বন্ধ করে শ্রবন করত ছেলেটার প্রত্যেকটা নিঃশ্বাসের শব্দ , আর ছেলেটা তখন মেয়েটার চুলের গন্ধ নিত , আর পরম আদরে হাত বুলিয়ে দিত মেয়েটির এলোকেশে..কিন্তু আজ কেউ তা করছে না..হয়ত অধিকার ছেড়ে দিয়েছে বলে.. - তাহলে কি করব ? মেয়েটি জিজ্ঞাসা করল - হাসো - হাসার মত তো কিছুই হয় নি - কান্না করার মতও তো কিছু হয় নি - সত্যি করে বল তো কিছুই কি হয় নি ? মেয়েটির চোখের দিকে তাকিয়ে আছে ছেলেটি , দেখতে পাচ্ছে সেখানে মেঘ জড় হয়েছে .. যে কোন সময় বর্ষন হতে পারে,, কিন্তু ছেলেটির আর কিছুই করার নেই .. সর্ম্পকটা যখন শেষ হয়ে গেছে তখন শুধু শুধু মায়া বাড়িয়ে লাভ কি ? ছেলেটি বলল : - তোমার খুশি হওয়ার কথা - তুমি কি আজকেও আমার সাথে ঝগড়া করতে চাও ? - হুম... এর পর হয়ত আর সুযোগ নাও হতে পারে - তুমি খুব খারাপ ... এই বলে মেয়েটি তার নরম হাত দিয়ে ছেলেটির বুকে আলতো করে কয়েকটি কিল দিল ছেলেটি কোন বাধাঁ দিল না আগেও কখন দেয় নি শুধু বলল ইচ্ছা মত মেরে নাও , এরপর আর সুযোগ নাও হতে পারে মেয়েটি আর নিজেকে আটকে রাখতে পারল না , ঝাপিয়ে পড়ল ছেলেটির বুকে , অবিরাম বর্ষন হচ্ছে মেয়েটির চোখ থেকে , ভিজে যাচ্ছে ছেলেটির শার্ট , যতই শক্ত হোক ছেলেটিও তো মানুষ তাই আর ধরে রাখতে পারল না আবেগেকে .. বেধে ফেলল মেয়েটিকে বাহুডরে ... সন্ধা ঘনিয়ে আসছে এবার ঘরে ফিরার পালা ... ঘরে ফিরতে হবে মেয়েটিকে সন্ধ্যার আগেই ... ফিরার পূর্বে ছেলেটার অগোছালো জীবনটাকে গুছানোর জন্য অনেক বাণী খরচ করল মেয়েটি , আগেও করত .. কিন্তু আজ সুরটা ভিন্ন .. আগে করত শাসনের সুরে আর আজকে বলছে অনুরোধের সুরে........ ছেলেটি আগে মেয়েটির এসব কথাবার্তায় পাত্তা দিত না কিন্তু আজ মনযোগ দিয়ে শুনছে, হয়ত এরপর শোনার সোভাগ্য নাও হতে পারে সে কারণে.... মেয়েটার বাসার সামনে দাড়িয়ে দুজন , মেয়েটিকে যেতে হবে , ল্যামপোস্টের আলোতে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে , মেয়েটি কাদঁছে না, কিন্তু চোখ দুটো এখনও ভেজা ঘরে ফিরার জন্য পিছন ফিরল মেয়েটি, পিছন থেকে মেয়েটির হাতটা টেনে ধরল ছেলেটি, বলল - আজকে সারা বিকাল তো খালি কান্না করলা, এখন একটু হাসো , এন্ডিংটা হ্যাপি হোক অনিচ্ছা সত্ত্বেও হাসলো মেয়েটি , সেই হাসিতে ছেলেটি দ্বিতীয়বারের মত মেয়েটির প্রেমে পড়ল... চলে গেল মেয়েটা.. রেখে গেল কিছু স্পর্শ, ছেলেটা নিশ্চিত মেয়েটা এখন কাদছে, হঠাত্‍ করে বৃষ্টি শুরু হল, ধুয়ে মুছে দিল ছেলেটার শার্টে লেগে থাকা সব স্পর্শ , হয়ত ছেলেটার আর মেয়েটার পরিবারের মত প্রকৃতিও হয়তচায় না তারা এক হোক.. একারনে সমস্ত স্মৃতি ধুয়ে দিচ্ছে ছেলেটি কাঁদছে না , সে পারে না মেয়েটির মত কান্না করে মনের সকল কষ্ট দূর করতে,, চোখে বর্ষন না হলেও হৃদপিন্ডে ঠিকই চলছে রক্তক্ষরন,,,
Posted on: Thu, 02 Oct 2014 10:14:19 +0000

Recently Viewed Topics




© 2015