ছবি আঁকার প্রতি আমার - TopicsExpress



          

ছবি আঁকার প্রতি আমার ঝোঁক বরাবরই খুব বেশি। খুব ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসি আমি। অবশ্য এটা খুবই common কথা। শিশুদের শতকরা ৭৫% ছবি আঁকতে ভালোবাসে। কারণ, অক্ষর শেখার আগে এইটাই একমাত্র ভাষা। ছবি আঁকার প্রাথমিক ঝোঁক আসে মনের চিন্তাগুলোকে অন্যকে বোঝানোর জন্যই। অবশ্য কেউ কেউ এমনি এমনি আঁকে। সময় গড়ালে,বেশিরভাগ শিশুর এই ‘প্রয়োজন’ মস্তকটি অক্ষরজ্ঞান এবং সামাজিক ভাষাজ্ঞান হবার সাথে সাথে শুণ্যে মিলিয়ে যায়; আবার কারো কারো ঘাড়ে স্বীয় মস্তকের সাথে এটি ‘আনন্দ কিংবা মানসিক স্বস্তি’ হয়ে জুড়ে থাকে সারাজীবন। প্রয়োজনকে ছাপিয়েই এদের অনেকে আবার হয়ে ওঠে শিল্পী, আর কেউ কেউ হয়ত শিল্পীবৃত্তের ভেতরে ঢুকতে পারেনা,স্পর্শক হয়েই থেকে যায়। ছবি আঁকার জগতে আমি এমনই এক স্পর্শবিন্দু মাত্র! চিত্রশিল্পীর মানদন্ডে কোনরকম পাস করার মত যোগ্যতা রাখি বলা যায়। পাস মার্কের বেশি সম্ভব না। কারণ, আমি আসলে ব্যাকরণ জেনে আঁকার স্বাদটা পূরণ করতে পারিনি। চারুকলায়ও পড়া হয়নি। তবুও আঁকাআঁকির মধ্যে ডুবে থাকি।এ এক অন্য রকম নেশা।
Posted on: Fri, 04 Oct 2013 21:56:36 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015