জি, আমি অনন্ত জলিলের কথা - TopicsExpress



          

জি, আমি অনন্ত জলিলের কথা বলছি। দেশের কথিত সুপারস্টার! ফেবু তে ঢুকলে এমন কোন দিন যায়নি তাকে দেখা হয় না। ভালই লাগে দেখতে। তবে বেশি ভাল লাগে, তাকে নিয়ে যখন বিভিন্ন ব্যক্তির নাক উচু স্ট্যাটাস দেখি! দেখি, দেখে হাসি। হাসি তাদেরকে ভেবে যারা কিনা কিছু না ভেবেই বোকার মতো স্ট্যাটাস গুলা দেয়। ভাইরে, কারো সম্পর্কে যখন কিছু বলবেন আগে নিজের অবস্থান টা চিন্তা করে দেখবেন একটু। অনন্তের মত সর্বোচ্চ ট্যাক্স দেয়া দূরের কথা, আগে নিজের ইনকাম কত সেটা চিন্তা করে দেখুন। নিজেরা কখনো ভুলেও চেষ্টা করেন নি, বাংলা ছবির জন্য কিছু করতে, আর যখন কেউ চেষ্টা করে তখন আপনাদের মত গো-ছাগলদের আতলামি শুরু হয়ে যায়। ভাই, আমার কথায় কষ্ট পাইলে মাফ কইরা দিয়েন। আগে নিজের যোগ্যতা দেখেন, পরে অন্যের টা মাইপেন!!!
Posted on: Fri, 13 Sep 2013 09:57:35 +0000

Trending Topics



min-height:30px;"> I need some advice please! My son is just coming up 11 months, the

Recently Viewed Topics




© 2015