জাত শত্রু এক পাড়াগাঁগে - TopicsExpress



          

জাত শত্রু এক পাড়াগাঁগে ছেলেকে নিয়ে তার বাপ থাকতো । বাড়ীর কিছুদূরে এক গর্তের মধ্যে একটি সাপও থাকতো । একদিন লোকটির ছেলেটাকে সাপটা কামড়ালো । ফলে ছেলেটি মারা গেল । ছেলেটির বাপ তখন রাগের চোটে একটা কুড়ুল নিয়ে বসলো সাপের সেই গর্তের ধারে । বেরোলেই সে সাপটাকে একেবারে খতম করে দেবে । কিছুক্ষণ, সেখানে অপেক্ষা করবার পর লোকটি দেখতে পেল যে, সাপটা মাথা বার করছে । লোকটি এক কোপ মারলো । কিন্তু কোপটা সাপের মাথায় না লেগে লাগলো একটা পাথরের ওপর । আর পাথরটা গেল ফেটে । এবার লোকটা মনে মনে একটু ভয় পেয়ে গেল । সে সাপকে মারতে গেছিল । কিন্তু সাপ মরেনি । ফলে সাপটা নিশ্চয়ই তর ওপর রেগে রয়েছে । যে কোন সময় সাপটা তাকেও কামড়াতে পারে । এইসব চিন্তে লোকটা সাপের সঙ্গে ভাব করতে গেল । বুদ্ধিমান সাপ তাতে রাজী হলো না । সে বললো, আমাদের দুজনের ভাব হওয়া অসম্ভব ! পাথরের ঐ ফাটা জায়গা দেখলেই আমার মনে পড়বে, তুমি আমায় কি করতে চেয়েছিলে , আর তোমার ছেলের কবরের দিকে নজর পড়লেই তোমার মনে পড়বে আমি তোমার কি করেছি । এমন দু’জনের কি কখনও ভাব হতে পারে ??? উপদেশ: জাত শত্রুদের মধ্যে কখনোই বিরোধ মেটা সম্ভব নয় ।
Posted on: Sat, 17 Aug 2013 14:54:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015