>:: জানা-অজানা কিছু তথ্য - TopicsExpress



          

>:: জানা-অজানা কিছু তথ্য :::< >>দুধের প্রধান উপাদান মূলত ২টি- ক্যালসিয়াম আর ভিটামিন ডি। এই ক্যালসিয়াম হাড়কে শক্ত আর দাঁতকে মজবুত করতে সাহায্য করে। অন্যদিকে, ভিটামিন ডি হাড়ের বৃদ্ধিতে সহায়তা করে। >>দোয়ানোর সময় দুধ কিন্তু যথেষ্টই গরম থাকে, ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। অথচ মজা দেখ, সেটা সংরক্ষণ করতে হয় খুবই ঠাণ্ডা স্থানে, মোটে ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে >>তুমি যদি কোন গরুর থেকে ১০ লিটার দুধ চাও, তাকে প্রতিদিন ২০ লিটার পানি খাওয়াতে হবে। মানে, দুধ বানাতে দ্বিগুণ পানি লাগে! >>সাধারণ দুধ আর চকলেট দুধের মূল উপাদানে তেমন কোনো পার্থক্য নেই। কেবল চকলেট দুধে কিছু ক্যালরি বেশি থাকে, যেগুলো চকলেট দুধের স্বাদকে মিষ্টি বানিয়ে দেয়। >>আলফ্রেড নোবেল ডিনামাইটের আবিষ্কারক হিসেবেই বেশি পরিচিত। মজার বিষয় হচ্ছে, তার মোট আবিষ্কার ৩৫৫টি! >>প্রতি বছর ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে নোবেল পুরস্কার তুলে দেয়া হয়। → একদিন এই POST গুলো আর আসবে না আপনার ওয়ালে!! না যদি নিয়মিত একটি লাইক না দেন।আসলে ফেসবুকে সবকিছু নির্ভর করে recent activates এর উপর। শেয়ার করতে ভুলবেন না
Posted on: Sun, 21 Jul 2013 17:59:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015