::: জানা অজানা কিছু তথ্য ::: • - TopicsExpress



          

::: জানা অজানা কিছু তথ্য ::: • প্রতি বছর প্রায় ২০-২৫ লাখ ব্যাঙ মারা যায় জীববিজ্ঞান প্রাকটিক্যাল করার জন্য!! • শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের চিনতে পারে আরো দুটো প্রাণী, শিম্পাঞ্জি এবং ডলফিন!! • "গ্রহরাজ" হিসেবে পরিচিত "বৃহস্পতি" গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!! • একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০ কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়! • সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশের বেতন ছিল ৪ লক্ষ ডলার বা ৩ কোটি ১৫ লক্ষ ৭৮ হাজার বাংলাদেশি টাকা!!! • লন্ডনে কৃত্রিম বৃষ্টির জন্য একটি কক্ষ রয়েছে। কক্ষের মজার ব্যাপার হল যে সারা রুমে বৃষ্টি হলেও আপনার গায়ে কোন পানি লাগবে না। • কাকড়া-বিছারা ৫ দিন পর্যন্ত তাদের দম ধরে রাখতে পারে। • মুরগির নিকটস্থ আত্মীয় হলো T-Rex জাতের ডাইনোসর। • সৌদি আরবের পতাকা কখনোই কোনো অবস্থায়ই অর্ধনমিত করা হয় না। কারন, এতে পবিত্র কালেমা রয়েছে। অনেক কষ্ট করে তথ্যগুলো জোগাড় করেছি আপনাদের জন্য। আপনারা লাইক শেয়ার না করলে তথ্য দেয়ার আগ্রহ মরে যায় । তাই পেজটিকে জীবিত রাখতে নিয়মিত লাইক এবং শেয়ার করুন । ধন্যবাদ ।
Posted on: Wed, 03 Jul 2013 01:47:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015