@@@@জানা না থাকলে জেনে - TopicsExpress



          

@@@@জানা না থাকলে জেনে নিন,::: -->সারা বছরে সাপের কামড়ের চেয়ে মৌমাছির কামড়ে বেশি মানুষ মারা যায়। -->তেলাপোকা মাথা কাটা অবস্থায়ও কয়েক সপ্তাহ বাচঁতে পারে। -->হাতিই একমাত্র স্তন্যপায়ী প্রানী যেটা লাফাতে পারে না। -->উট পাখির চোখ তার মস্তিষ্কের চেয়ে বড় হয়। -->উটের ৩টি চোখের পাতা থাকে। -->ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়। -->পেচাঁই একমাত্র পাখি যেটা নীল রঙ দেখতে পারে। -->মানুষের দেহের মোট হাড়ের শতকরা ২৫ ভাগই তার পায়ের মধ্যে থাকে। -->মানুষের উরুর হাড় কংক্রিটের চেয়েও বেশি শক্ত। -->মানুষ জন্মের সময় ৩০০ টি হাড় থাকে। কিন্তু পরিপূর্ণ বয়ষ হতে হতে ২০৬ টি হাড়ই থাকে। -->চোখ খোলা রেখে হাচিঁ দেওয়া যায় না। -->"queue" একমাত্র ইংরেজি শব্দ যার শেষ চারটি অক্ষর কেটে দিলেও একই উচ্চারণ হয়। -->ভাওয়েল ছাড়া ইংরেজি ভাষার সবচেয়ে বড় শব্দ হলো "Rhythm" -->যদি রঙ ব্যবহার করা না হতো তাহলে কোকাকোলা সবুজ রঙের হতো। -->ইংরেজিতে যেটাকে"French kiss" বলা হয় ফ্রান্সের লোকেরা ঐটাকে"English kiss" বলে। -->পৃথিবীই একমাত্র গ্রহ যেইটা কোন দেবতার নামে নামকরণ করা হয় নি। ::নেট থেকে নেয়া হয়েছে তথ্যগুলো:: ▬▬►আপনাদের জন্য অনেক কষ্ট করে তথ্য গুলো সংগ্রহ করেছি। লাইক পেলে ভাল লাগবে।।
Posted on: Sat, 31 Aug 2013 10:55:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015