**জেনে নিন কী-বোর্ডের সকল - TopicsExpress



          

**জেনে নিন কী-বোর্ডের সকল ফাংশন কী এর কাজ** F1-F12 key এর সাধারন কাজ গুলো নিচে দেওয়া হল : press F1 : Help key হিসেবে use করা হয় F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার Rename করার জন্য ব্যবহার হয় । Alt+Ctrl +F2 মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা ও Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়। press F3 key প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। Shift +F3 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ দিয়ে শুরু ইত্যাদি কাজ করা হয়। press F4 মাইক্রোসফট ওয়ার্ডের last action performed Repeat করা যায়। Alt+F4 সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা ও Ctrl+F4 সক্রিয় সব উইন্ডো বন্ধ করা হয়। press F5 মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয়। পাওয়ার পয়েন্টের স্লাইড শো আরম্ভ করা হয় এবং মাইক্রোসফট ওয়ার্ডের find, replace, go to উইন্ডো খোলা হয়। press F6 মাউসের কার্সরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যাওয়া হয়। Ctrl+Shift+F6 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়। Press F7 মাইক্রোসফট ওয়ার্ডে লেখা বানান ও গ্রামার ঠিক করা হয় এবং মজিলা ফায়ারফক্সের Creat browsing চালু করা ও Shift+F7 চেপে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার ডিকশনারি চালু করা হয়। press F8 টি অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে। সাধারণত উইন্ডোজ Safe Mode-এ চালু করার জন্য এই কি টি চাপতে হয়। press F9 কি Quark 5.0 এর মেজারমেন্ট টুলবার ওপেন করা হয়। press F10 : কি ইন্টারনেট ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। Shift+F10 কোনো নির্বাচিত লেখা বা লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়। press F11 ইন্টারনেট ব্রাউজারের ফুল-স্ক্রিন মোড অন-অফ করা হয়। press F12 মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো ওপেন করা হয়। Shift+F12 মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট সেভ করা ও Ctrl+Shift+F12 চেপে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট প্রিন্ট করা হয়।..
Posted on: Sat, 19 Oct 2013 04:29:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015