জানি বড় ভেবে পড়বেন না - TopicsExpress



          

জানি বড় ভেবে পড়বেন না তবুও বলছি miss কইরেন নাহ, আর আশা করি পস্ট টি পড়ার পর আমাকে গালি না দিয়ে এক টা লাইক দিয়ে comment করবেন Admin : Lamia জনৈক গরুর স্টাটাসঃ তিন দিন হলো হাটে আইছি। এখন পর্যন্ত আমারে কেনা তো দূরের কথা, কেউ দাম পর্যন্ত জিগাইলো না। এত দুঃখ কই রাখি? মানুষগুলোর আসলেই গরুত্ববোধ বলে কিছু নাই। ধ্যাত!! -- feeling sad. near at বিশাল গরু ছাগলের হাট কমেন্টসমূহঃ ছাগলঃ ওস্তাদ, গতকাল আমারে এক কিপট্যা লোকে কিনসে। সারাদিনে ভুষি আর নিমগাছের পাতা ছাড়া আর কিছু খাইতে দেয় না। পুরাই করুন অবস্থা !! উটঃ গরু রে, এতদিনে আমার দুঃখ বুঝলি? শ্লা, মরুর দেশেই ভালো ছিলাম। আগে বুঝি নাই, ব্যাটারা পদ্মা নদীর চরকে সাহারা মরুভূমি বলে চালায়ে দিসে বাঙালি প বটে !! দুম্বাঃ ওই ছাগল, ছাগলের মতো কথা বলছিস ক্যান? কয়েকদিন পর যাবি মইরা আর তুই পড়ে আছিস খাওয়া নিয়ে! হালার যে টেনশনই নাই!! মুরগিঃ এ্যাড মি এ্যাড মি এ্যাড মি প্লিইইজ!! কথা দিচ্ছি, আমি আপনাদের ভালো ডিমপাড়া মুরগি হবো। প্লিজ এ্যাড মি !! মহিষঃ মাইরালা! আম্রে কেউ শিং দিয়া গুতাই মাইরালা শেয়ালঃ মুরগি, তোমারে শীঘ্রই এ্যাড করতেসি। এক্সেপ্ট কইরো। দেইখো, আমি তোমার কত ভালো বন্ধু হইবো !! ভেড়াঃ আমারও একই অবস্থা ওস্তাদ। সানসিল্ক শ্যাম্পু দিয়ে লোম ধোয়ার পরও লোম উঠে যাইতেসে। ফলে আমারে কেউ কিনতেসেই না। সানসিল্ক আর ব্যাবহারই করুম না যা ! ছাগলঃ তুই দূরে গিয়া মর। নিজে নিমপাতা খাইলে বুঝতি। অজগরঃ ভাই রে! হজম সমস্যায় ভূগতেসি। এখান ডাক্তার কেউ থাকলে দ্রুত পরামর্শ দেন। মইরে গেলাম!! বানরঃ সালাম বস। বিড়ালঃ জনাব গরু, মানুষের গরুত্ববোধ তো দূরের কথা, বেড়ালত্ববোধই নাই। হে হে! কুকুরঃ বিড়ালের আইডিটা ফেক। কনফার্ম। হরিণঃ বানর ভাই, গাছের পাতা শেষ নাকি? ইনবক্সে আসো। গরুঃ মহিষ রে, তুই আসলেই একটা ছাগল। স্টাটাসে লাইক না দিয়েই আজেবাজে কমেন্ট করছিস ক্যান? ছাগলঃ ওস্তাদ, এইডা কী কইলেন? মহিষ ক্যামনে ছাগল হয়? উটঃ মহিষরে এতবড় অপমান! বানরঃ উচিত কথা বললেই দোষ। ঘোড়াঃ যত্তসব ঘোড়ার ডিম। মহিষঃ তোরে খাইছি গরু! গরুঃ তোরে শিং দিয়ে গুতায় মারমু। ঢং কত! ছাগলঃ লাগসে ঝগড়া। কতক্ষণ চলবে কে জানে! হতাশ। গন্ডারঃ কিছুই বুঝলাম না রে। ক্যামনে কী হইতেছে
Posted on: Tue, 15 Oct 2013 09:27:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015