জাপানের এক বৃদ্ধা তার - TopicsExpress



          

জাপানের এক বৃদ্ধা তার তিন ছেলেকে ডেকে বললেন, ব্যাঙ্কে আমার নামে (বাংলাদেশী টাকায় ৫ কোটি) টাকা আছে। আমি ঠিক করেছি তোমাদের মধ্যে যে শেষ বয়সে আমাকে তার কাছে নিয়ে রাখবে আমি তাকে এই টাকাগুলো দিয়ে দিব। আমার এভাবে বৃদ্ধাশ্রমে থাকতে ইচ্ছে করেনা। বৃদ্ধার কথা শুনে ছেলেরা খুবই অবাক হল। তারা প্রতিউত্তরে বলল, মা আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চাকরি করি। এই বৃদ্ধ বয়সে তোমার যেরকম ভাবে যত্ন নেয়া দরকার তার কিছুই আমরা করতে পারব না। আমাদের টাকার দরকার নেই। তুমি বরং এখানেই থাকো আমরা প্রতিমাসে এসে তোমাকে দেখে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে প্রতিবছর মাদারস ডে, ফাদারস ডে তে রেকর্ড পরিমান কার্ড বিক্রি হয়। কারন ঐ দিনগুলোতেই ছেলেমেয়েরা দূর দূরান্ত থেকে বৃদ্ধ বাবা মা কে কার্ড এবং প্রচুর খাবার দাবার নিয়ে দেখতে আসে। একটা দিন বাবা মায়ের সাথে আনন্দে কাটিয়ে আবার নিজের জীবনে ফিরে যায়। বাবা মা পড়ে থাকে বৃদ্ধাশ্রমে। আমরা পৃথিবীতে খুবই অনুন্নত একটা দেশ। আমাদের নিয়ে বাইরের দেশের মানুষ হাসাহাসি করে। আমরা এখনো এতটা ব্যস্ত হতে পারিনি যে বাবা মা কে দূরে সরিয়ে রাখ এই দেশের অনেক ছেলে মেয়ে আছে যারা জীবিকার প্রয়োজনে বিদেশে পাড়ি জমিয়েছে। যারা হাজার হাজার মাইল দূর থেকে লাখ টাকা প্লেন ভাড়া দিয়ে দেশে ফিরে আসে শুধুমাত্র মায়ের হাতের রান্না খাওয়ার জন্য। রাদের তাপে জ্বলে পুড়ে। ধাক্কাধাক্কি করে বাসে উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে থেকে বাসায় ফেরে। তারপর পরিবারের মানুষজনের মুখের দিকে তাকালেই দুনিয়ার সব দুঃখ কষ্ট এক নিমেষে দূর হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা কারেন্ট না থাকার পর যেই কারেন্ট আসে আমরা গরমের কষ্টের কথা ভুলে যাই। ফ্যানের বাতাসে শরীর ঠান্ডা করি। কম্পিউটার কিংবা টিভি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। সুখ নিয়ে অনেকে অনেক কথাই বলে। সুখ আসলে কোথায় সেটা কেউ জানেনা। আমরা বাংলাদেশীরা খুব আবেগপ্রবন জাতি। আমরা ভালোবাসার মর্ম বুঝি। এবং আমরা অল্পতেই খুশি হয়ে যাই। যে যাই বলুক বাঙ্গালী আসলেই সুখী জাতি।
Posted on: Mon, 07 Oct 2013 09:38:17 +0000

Trending Topics




© 2015