জীবনে আরো একটা জটিল - TopicsExpress



          

জীবনে আরো একটা জটিল ঘটনার অভীঙ্গতা হইলো ... সেভিং ফোমের ক্যান বিষ্ফরন ... ক্যানের গায়ে লেখা আছে মরিচা পড়বোনা কিন্তু ঐ খানেই মরিচা পড়ছে আর ঐ জায়গায় দিয়াই ক্যান ছিদ্র হইছে.. ক্যান লাফাইয়া আমার বুকে আঘাত করিয়া ছিলো ফোমে আচ্ছন্ন হওয়া ছাড়া অন্য কোন ক্ষতি হয়নাই... কিন্তু কাছে ছোট কেউ থাকলে তারা আহত হতে পারতো এবং প্রচন্ড ভয় পাইতো... তাই সবাইকে বলবো প্লিজ সেভিং ফোমের ক্যান ব্যবহারের পরে শুকনা যায়গায় রাখুন... নতুবা পানিতে ভিজে ক্যানের তলায় বা উপরের জোড়ায় মরিচা পরে এই রকমের দূঘটনার ঘটতে পারে.. বিরাট বিষ্ফরনে টয়লেটের বিরাট এলাকা লন্ডভন্ড হয়ে যায়... বিষ্ফরনে পাশের দেয়ালেও ফোম ছড়িয়ে পড়ে... পুরো বেসিন এলাকা বিষ্ফরনে কেপে উঠে.. ক্যানের গায়ে যেই খানে লেখা রাস্ট রেজিস্টেট বটম সেইখানেই বিষ্ফরনের উত্পত্তি... ফোম কম্পানীরে এই ছবিগুলান পাঠামু... মামলা করতে হইবো কম্পানীর বিরুদ্ধে.. আজ ফেসবুকে সুপারম্যাক্স কম্পানী সরি বলেছে.... Super-Max World Dear নতুন, The bottom of the tinplate can is protected with rust resistance chemical to prolong the rusting process. However the rusting process initiates when it comes in direct contact with stream, mositure or water. Seeing the pictures of the bursted shave foam can and observed that the subject can was badly corroded at the bottom area that must have resulted into weakening of the tinplate of can and probably direct contact of this weak can to heat might have resulted into bursting of subject can. We are extremely sorry for the inconvenience caused to you and will assure that necessary corrective action will be implemented to avoid such incidence and also request you to ascertain storage conditions and follow the instructions given on the pack to avoid such incidence. Regards, The Super-Max Team
Posted on: Fri, 18 Jul 2014 21:18:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015