জার্মান - TopicsExpress



          

জার্মান ভাষা/প্রশ্ন/পোস্টঃ - সবাইকে স্বাগতম আমাদের প্রতিদিনের জার্মান শেখা আজকের পাঠে । গতকাল আমরা শিখেছি জার্মান ভাষায় কি করে কাউকে অভিবাদন জানাতে হয়। যে কোন ভাষাতেই কথা বলতে গেলে সে ভাষায় ব্যাক্তি বা পারসনকে কিভাবে বলতে হয় তা জানতে হবে। যেমন বাংলায় আমি, আমরা, তুমি, তোমরা , তুই , আপনি , আপনারা আমরা ব্যাবহার করে থাকি। ঠিক একই ভাবে জার্মান ভাষায় কি করে বলতে হয় তা আমাদেরকে জানতে হবে। তার মানে জার্মান ভাষায় পারসনগুলোকে কি করে বলতে হয় তা জানতে হবে । **************************************************** জার্মান ভাষা নিয়ে চলছে আমাদের ২টি সিরিজ - ব্যাসিক জার্মান পাঠ-goo.gl/H5OIIP ব্যাসিক গ্রামার সিরিজ - goo.gl/U5P46J ************************************************* আজ আমরা জার্মান personal pronouns গুলুর nominative ফর্ম সম্পর্কে কিছু জানব ich (আমি/I ) : নিজের সম্পর্কে কিছু বলতে ich ব্যবহার করা হয় । du (তুই বা তুমি/you) : সাধারনত একজন পূর্ব পরিচিত বা নিকট আত্মীয় বা বন্ধুর ক্ষেত্রে ব্যবহার করা হয় (informal) er (সে/পুরুষ বাচক /He) : একজন পুরুষ বা পুরুষ আর্টিকেল ধারী বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় sie (সে/নারী বাচক /She) :একজন নারী বা নারী আর্টিকেল ধারী বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় es (ইহা / বস্তু বাচক /It)) : একটি বস্তু বা বস্তু বাচক আর্টিকেল ধারী বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় wir ( আমরা ?We) : নিজেকে সহ আর কয়েকজন সম্পর্কে কিছু বলতে ব্যবহার করা হয় ihr (তারা /You) : নিজেকে ছাড়া অন্যের সম্পর্কে কিছু বলতে ব্যবহার করা হয় sie (তোমরা /প্লুরাল /They) অন্যকয়েকজন সম্পর্কে কিছু বলতে ব্যবহার করা হয় Sie (আপনি / You (forma) : সাধারনত একজন অপরিচিত বা সম্মানিত বা গুরুজনের ক্ষেত্রে ব্যবহার করা হয় (formal) youtube/watch?v=80R6NpNX7rs ছবিটি দেখুন - গ্রুপ পোস্ট লিংকঃ https://facebook/657120964325851/posts/749167728454507, জার্মান ভাষা শিখতে ফেসবুক গ্রুপ: Learn German - BSA Germany যেকোন প্রশ্নেঃ goo.gl/Ea9Tsh
Posted on: Wed, 05 Nov 2014 17:42:45 +0000

Trending Topics



ght:30px;">
The Hunger Games: Catching Fire Katniss şi Peeta au câştigat

Recently Viewed Topics




© 2015