জগন্নাথ - TopicsExpress



          

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তির জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন করা হচ্ছে। যোগ্যতা সম্পন্ন প্রর্থীগণ ১৩/০৯/২০১৩ইং তারিখ দুপুর ১২.০০টা থেকে ১০/১০/২০১৩ইং তারিখ রাত ১২.০০টা পর্যন্ত টেলিটক মোবাইল ফোনের সাহায্যে এসএমএস এর মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার সাধারন যোগ্যতা: ১. যে সকল ছাত্র-ছাত্রী ২০১০ বা ২০১১ সালে এস.এস.সি/সমমান এবং ২০১২ বা ২০১৩ সালে এইচ.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ২. ছাত্র-ছাত্রী যে যে ইউনিটে পরীক্ষা দিতে ইচ্ছুক তাকে সেই সেই ইউনিটে পৃথকভাবে আবেদন করতে হবে। উল্লেখ্য, শর্ত পূরণ সাপেক্ষে সকল ইউনিটে সকল শাখার ছাত্র-ছাত্রী আবেদন করতে পারবে। সকল ইউনিটে বিভাগ/শাখা ভিত্তিক (কলা, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য) আসন বন্টনের বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে নির্দেশিকায় পাওয়া যাবে। ৩. ‘A’, ‘B’, ‘C’, ও ‘D’, ইউনিটের জন্য প্রার্থীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ মোট প্রাপ্ত জিপিএ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট শাখার জন্য ৭.৫ এবং অন্যান্য শাখার জন্য ৭.০, তবে এস.এস.সি./সমমান অথবা এইচ.এস.সি/সমমান কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নীচে নয়। ৪. ‘E’ ইউনিটে ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের এস.এস.সি/সমমান ও এইচ.এস.সি/সমমান উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ মোট প্রাপ্ত জিপিএ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, ভোকেশনাল, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা ইন কমার্স ও ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্টনসহ সকল শাখার জন্য ৬.৫, তবে এস.এস.সি./সমমান অথবা এইচ.এস.সি/সমমান কোন পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ৩.০ এর নীচে নয়। ৫. সকল ইউনিটের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় অন্তত ৩টি বিষয়ে ‘সি’-গ্রেডসহ ন্যূনতম ৫টি বিষয়ে উত্তীর্ণ এবং ২০১২ বা ২০১৩ সনের ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত ২টি বিষয়ে ‘সি’-গ্রেডসহ উত্তীর্ণ। মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া: আবেদন অবশ্যই টেলিটক মোবাইল এর মাধ্যমে করতে হবে এবং আবেদনের পূর্বে ভর্তি পরীক্ষার ফি এবং প্রয়োজনীয় টাকা মোবাইলে রিচার্জ করে নিতে হবে। ১ম ধাপ: আপনরার মোবাইলের Message অপশনে গিয়ে টাইপ করুন JNU স্পেস দিয়ে এইচএসসি শিক্ষা বোর্ডের নামের Keyword (অর্থাৎ প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার সাল স্পেস দিয়ে এসএসসি শিক্ষা বোর্ডের নামের Keyword (অর্থাৎ প্রথম তিন অক্ষর) স্পেস দিয়ে এসএসসি পরীক্ষার রোল নম্বর স্পেস দিয়ে এইচএসসি পরীক্ষার সাল স্পেস দিয়ে কাঙ্ক্ষিত ইউনিটের Keyword লিখে স্পেস দিয়ে কোটা থাকলে কোটার Keyword এবং তারপর এসএমএস টি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। ‘ও’/‘এ’ লেভেলের আবেদনকারীগণ বোর্ডের নামের স্থানে GCE এর রোল নম্বরের স্থানে তার A-level এর নিজ নিজ candidate নম্বরটি বসাবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অথাব বিদেশ থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বোর্ডের নামের জায়গায় OTH লিখতে হবে। ২য় ধাপ: ১ম ধাপ সম্পন্ন হওয়ার পর সকল তথ্য সঠিক হলে ফিরতি এসএমএস এ আবেদনকারীর নাম, ভর্তি পরীক্ষার ফি ও একটি PIN জানিয়ে সম্মতি চাওয়া হবে। তখন ১৬২২২ নম্বরে আরেকটি এসএমএস পাঠিয়ে সম্মতি জানাতে হবে। সম্মতি জানানো জন্য আপনার মোবাইলের Message অপশনে গিয়ে টাইপ করুন JNU স্পেস দিয়ে YES স্পেস দিয়ে PIN নম্বর স্পেস দিয়ে আবেদনকারীর নিজের ব্যবহৃত যে কোন অপারেটরের একটি মোবাইল নম্বর লিখে এসএমএস টি ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিন। আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য: শিক্ষা বোর্ডের Keyword: শিক্ষা বোর্ডের Keyword হবে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর অর্থাৎ ঢাকা DHA, চট্টগ্রাম CHI, রাজশাহী RAJ, যশোর JES, কুমিল্লা COM, সিলেট SYL, বরিশাল BAR, দিনাজপুর DIN, মাদ্রাসা MAD, ভোকেশনাল VOC, ডিপ্লোমা ইন বিজনেস এর জন্য DIB, ডিপ্লোমা ইন কমার্সের জন্য DIC, বিজনেস ম্যানেজমেন্টের জন্য HBM। ইউনিট সমূহের Keyword: বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ A, কলা ও আইন অনুষদ B, বিজনেস স্টাডিজ অনুষদ C, সামাজিক বিজ্ঞান অনুষদ D, ড্রামা এন্ড মিউজিক ও ফাইন আর্টস এন্ড গ্রাফিক্স E। কোটার Keyword: মুক্তিযোদ্ধা সন্তান কোটা FFQ, মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা (FFG), ওয়ার্ড কোটা WQ, উপজাতি কোটা TQ, শারীরিক প্রতিবন্ধী PDQ। ভর্তি পরীক্ষার দিন আবেদনকারীর করণীয়: ১. সফলভাবে আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার দিনে এইচ.এস.সি./সমমান-এর মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার দুই কপি ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবির পিছনে স্ব-হস্তে পরীক্ষার্থীর নাম, SMS-এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখে উক্ত ছবি দুটির প্রত্যেকটি পৃথকভাবে ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের বাম দিকে উপরে স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরের অংশে স্ব-হস্তে নাম ও উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে। ২. বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে পরীক্ষার্থী কৃর্তৃক আনিত এইচ.এস.সি./সমমান পরীক্ষার ফটোকপিকৃত দুটি রেজিস্ট্রেশন কার্ডের একটি শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে প্রদান করবে। অন্যটি পরীক্ষার হলে জমা রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। আবেদন শুরুর তারিখ: ১৩/০৯/২০১৩ইং। আবেদন করার শেষ তারিখ: ১০/১০/২০১৩ইং। D ইউনিট ভর্তি পরীক্ষা: ০১/১১/২০১৩ইং বিকাল ৩.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত। B ইউনিট ভর্তি পরীক্ষা: ০৮/১১/২০১৩ইং বিকাল ৩.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত। C ইউনিট ভর্তি পরীক্ষা: ১৫/১১/২০১৩ইং বিকাল ৩.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত। A ইউনিট ভর্তি পরীক্ষা: ২২/১১/২০১৩ইং বিকাল ৩.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত। E ইউনিট ভর্তি পরীক্ষা: ২৩/১১/২০১৩ইং বিকাল ৩.০০টা থেকে ৪.৩০টা পর্যন্ত।
Posted on: Sun, 15 Sep 2013 08:06:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015