জনসচেতনমুলক - TopicsExpress



          

জনসচেতনমুলক পোষ্টঃ- গাড়িতে পেট্রোল বোমা মেরেই দৌড়ে পালাচ্ছে পিকেটার। অন্য সময় বোমার শব্দ শুনে পথচারীরা যে যার মতো জান নিয়ে পালালেও এবার পিকেটারকে ধরতে সবাই তার পিছে দৌড়াচ্ছে। পিকেটার অবাক। ঘটনা কি? ভোদাই বাঙ্গালী এভাবে ক্ষ্যাপলো ক্যান! অনেক্ষন দৌড়ের পর পিছন থেকে একজন খপ করে ধরে পিকেটারকে নিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। একটু পর আরেকজন এসে ধরে বললো, আমি ধরসি আমি ধরসি। টাকা আমার। প্রথম ব্যক্তি বললো না আমি ধরসি টাকা আমার। পিকেটার শুয়ে শুয়ে ভাবছে ঘটনা কি, টাকা পাইলো কই। তৃতীয় আরেক ব্যাক্তি পিকেটারকে ঝাপটে ধরে বললো ১লাখের মধ্যে ৫০ তোর। তুই শুধু বলবি তোকে আমি ধরসি। এমন সময় দ্বিতীয় ব্যক্তি বললো ৭৫ তোর, তুই আমার কথা বলবি। প্রথম ব্যক্তি বললো আমাকে ১০ দিলেই চলবে। পুরো ৯০ তোর। পিকেটার বললো, তিন জন মিলে আমার মাথাটা বানায় দেন আর পিঠটা চুলকায় দেন। যারটা বেশি আরাম লাগবে আমি তার কথা বলবো। তিনজন মিলে মাথাটেপা আর পিঠ চুলকানোর পরীক্ষা দিতে থাকলো। এমন সময় পুলিশ এসে হাজির। পিকেটার বললো, স্যার তিনটাকে ধরেন। এরা বোমাবাজ। গাড়িতে পেট্রোল বোমা মেরে আমার মাথা টিপছে যেন ধরিয়ে না দেই। চোখ টিপ মেরে পুলিেশর কানে ফিসফিস করে বললো, যা পাবো ফিফটি ফিফটি। পুলিশ খুশিতে গদগদ করতে করতে বললো, এই তিনটাকে গাড়িতে উঠা। রিমান্ডে নিয়ে কড়া করে ডলা দে। উপরের গল্পটি কাল্পনিক হলেও এখন আপনাকে ডাবল সাবধানতা অবলম্বন করতে হবে। পিকেটার আর পেট্রোল বোমার পাশাপাশি কে কখন আপনাকে পিকেটার বানিয়ে ব্যবসা করে নেয় সেদিকেও নজর রাখতে হবে। #mkt
Posted on: Fri, 23 Jan 2015 01:16:04 +0000

Trending Topics



lmost
At school it was heaven right here on earth was chairman Geography

Recently Viewed Topics




© 2015