ঠোঁটে ঠোঁট রেখে - TopicsExpress



          

ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড কর প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই আমার স্বপ্নে বিভোর হয়েই জন্মেছ বহুবার আমি ছিলাম তোমার কামনা বিদ্রোহ চিৎকার যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা কতো সন্তান জ্বালালো প্রেয়সি তোমার আমার চিতা বার বার আসি আমরা দুজন বার বার ফিরে যাই আবার আসবো, আবার বলবো, শুধু তোমাকে চাই
Posted on: Fri, 22 Nov 2013 17:37:12 +0000

Trending Topics



para-ESTEFANY-DE-HUNTER-Imaginate-tu-y-tu-familia-en-tu-topic-203695333124224">Imagina para ESTEFANY DE HUNTER Imaginate tu y tu familia en tu
More November 24th coincidence. It is the anniversary of the
DID JESUS WORSHIP ON SATURDAY OR SUNDAY BY BISHOP DAVID HILL THE

Recently Viewed Topics




© 2015