ডিজিটাল-ডিজেতাল ভারসন - TopicsExpress



          

ডিজিটাল-ডিজেতাল ভারসন ১.০.০ সুমন এবং মামুন দুই বন্ধু। বন্ধু মানে সুপারগ্লু বন্ধু। একদা মামুন সুমন কে দৌড়াতে দেখে জিজ্ঞেস করল মামুনঃ-কি রে এতো হন্তদন্ত হয়ে থ্রিজি স্পীডে কোথায় চললি? সুমনঃ-টয়লেটে যাই, একটু ডাউনলোড করে আসি। মামুনঃ-ওহ। তাহলে আমি যাইগা। তোর তো আবার ডায়াল আপ….. সুমনঃ-আরে নাহ, একটু বস।এখন তো পিক আওয়ার তাই স্পীড ভালো পাওয়া যাবে সুমনের থ্রিজি স্পীডে ডাউনলোড শেষে দুজন মিলে হাটা ধরল। পথিমধ্যে দেখা হল এলাকার জ্ঞানী চাচার সাথে। চাচাঃ-দেখ বাবা জীবন টাকে একটু ডিফ্র্যাগমেন্ট কর, নইলে ব্যাড সেক্টরে পড়ে যাবি। মামুনঃ-আরে রাখেন চাচা, আপনে হইলেন ডস মোডের প্রোগ্রাম, আপনে এক্সপি’র কি বুঝেন? চাচাঃ-কিন্তু পাইরেটেড ডিস্ক আর কতদিন? যখন স্ক্যানডিস্ক দিবা তখন তুমিই বুঝবা! চাচার সাথে কথা শেষে আবার হাটা ধরল দুজন। এবার দেখা হল এক সুন্দরী মেয়ের সাথে। মামুন বলে উঠল মামুনঃ-ওফ! মেয়েটাকে দেখেছিস? একেবারে ডিভিডি প্রিন্ট মেয়েঃ-সিআইএইচ ভাইরাস কোথাকার! তোদের ঘরে মাদারবোর্ড নেই??? সুমনঃ-ওরে খাইছে! এ তো পুরা নরটন এন্টি ভাইরাস! চল রিবুট করি………. এই মেয়ে চলে যাওয়ার পর আরেকটা মেয়েকে দেখে সুমন আর মামুন দুজনেই দাবি করে এটার সাথে সে প্রেম করবে। এই নিয়ে দুজনের মাঝে এক চাপট ঝগড়া হয়ে যায় মামুনঃ-তোর মাথার হার্ড ডিস্কে বাড়ি দিয়া সেক্টর ফালায়া দিমু! সুমনঃ-কি কইলি! আমি তোর প্রসেসরের ফ্যান খুইলা RAM-এ লাগায়া দিমু! মামুনঃ-আমি তোর প্রসেসর খুইলা ফ্যানে লাগায়া ১১ এমবিপিএস-এ ডাউনলোড করুম মামুন ও সুমনের গন্ডগোল দুই পথচারীর রাডারে ধরা পড়ল ১ম পথচারীঃ-ব্যাপার কি? ওদের কি হার্ডওয়ার কনফ্লিক্ট? ২য় পথচারীঃ-আরে নাহ! এ বয়সে সামান্য এরর হবেই। রিস্টার্ট দিলেই ঠিক হয়ে যাবে নিজেদের ভিতর ঝগড়া থামালো যখন দেখলো মিন্টু আসছে। মিন্টুও সুমন-মামুনের বন্ধু। সুমনঃ-আরে এতোদিন পর কোত্থেকে লঞ্চ করলি? তোকে তো গুগল সারচ দিলেও পাই না! মিন্টুঃ-আর বলিস না, পাওনাদারের ভয়ে কিছুদিন একটু অফলাইনে ছিলাম............ যাতে কেউ নক করতে না পারে সুমনঃ- ও। শুনলাম তুই নাকি বিয়ে করেছিস? তা তোর বউয়ের এক্সেসরিজ কেমন? মিন্টুঃ-আর বলিস না। মায়ের পছন্দ, যেমন রেজোলিউশনের অবস্থা তেমন তার # সাউন্ড কার্ড। মামুনঃ- হায় হায়! তাহলে তো তোর সিস্টেম ক্র্যাশ! মিন্টুঃ- অসুবিধা নাই, ব্যাক আপ আছে এবার তিনজন মিলে লাল্টুর বাড়ির দিকে যাত্রা করে। লাল্টু ওদের বন্ধু হলেও একটু ওল্ড ভার্সনের। তাই বিয়ে করে ফেলেছে আগেই। লাল্টুর বাড়ির কাছে আসার পর লাল্টুর বউঃ-লেখ স্বরে অ। খবরদার ফাজলামো করবি না, যা ডিফল্ট-এ আছে সেটাই কর লাল্টুর বাচ্চাঃ-কত পয়েন্টে লিখব মা? সুতন্বী এম জি না, সিয়াম রুপালি? বোল্ড না ইটালিক? আম্মু দেখ দুইটা নতুন ভাইরাস এদিকেই আসছে। অতঃপর সিস্টেম এরর..................... লিখা: Tselim Rezaa
Posted on: Tue, 29 Oct 2013 05:12:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015