ড. পিয়াস করিম ছিলেন - TopicsExpress



          

ড. পিয়াস করিম ছিলেন বাংলাদেশের একজন মেধাবী শিক্ষক, স্বাধীনচেতা, বলিষ্ঠ, সাহসী রাজনৈতিক বিশ্লেষক ও দেশপ্রেমিক। youtu.be/vUkgbZHDGKM ‘পিয়াস করিমের লাশের ভার বইবে না বাংলাদেশ, পবিত্র শহীদ মিনার অবমাননা রুখে দাঁড়াও বাংলাদেশ।’ ‘পবিত্র শহীদ মিনারে পিয়াস করিমের লাশ নিয়ে অপবিত্র করা মানি না, মানব না।’ ৭১ এর গণহত্যার মূল হোতা জুলফিকার আলী ভুট্টো কে সেইখ মজিব সাব লাল গালিচা সংবর্ধনা দিয়ে গালে চুমু দিয়ে বরণ করে ছিল আর পিয়াস করিমের মত বরেণ্য বুদ্ধিজীবিকে awamileague শহীদ মিনারে নিতে দিলনা ধিক্কার awamileague এর এই hypocrisy র হে চেতনা ব্যবসায়ী তোমাদের আব্বা হুজুর যখন ১৯৭৪ সালে খুনি ভুট্টু কে দাওয়াত দিয়ে লাল গালিছা সংবর্ধনা দিয়েছে তখন এই কুলাঙ্গারের ভার বইছিল কেম্নে বাংলাদেশ ?? নাকি দুই কুলাঙ্গার এক সাথে ছিল বলেই পুন্য হয়েছিল বাংলাদেশের । ছিঃ চেতনা ছিঃ থুতু তোদের চেতনার ব্যবসায় ধন্যবাদ আসিফ নজরুল স্যার ।
Posted on: Wed, 15 Oct 2014 06:37:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015