ড্রপবক্সের যত ব্যবহার - TopicsExpress



          

ড্রপবক্সের যত ব্যবহার অনলাইনে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করার অনন্য সেবা ড্রপবক্স। এটি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে দরকারি ফাইল বা তথ্যকে সমলয়ন (সিঙ্ক্রোনাইজড) করে সংরক্ষণ করে পরবর্তী সময়ে সেটিকে ব্যবহারের উপযোগী করে এবং প্রয়োজনে সেটি পরিচিতজনের সঙ্গে ভাগ (শেয়ার) করা যায়। এটি একই সঙ্গে কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করা যায়। dropbox ঠিকানা থেকে ড্রপবক্স নামিয়ে নিয়ে কম্পিউটারে এবং স্মার্টফোনে ইনস্টল করে নিন। নতুন অ্যাকাউন্ট খুলতে I dont have a Dropbox account নির্বাচন করে Next চাপুন। Create your Dropbox পাতার সব ঘর পূরণ করে I have read and agree-তে টিক দিয়ে Next চাপুন। এরপর Next চেপে পরের পাতায় Install চাপুন। এখানে ড্রপবক্স ব্যবহারের সংক্ষিপ্ত নিয়ম দেখাবে এবং তথ্য রাখার জন্য ড্রপবক্স ফোল্ডার তৈরি হয়ে যাবে। এই ফোল্ডারে কম্পিউটার বা মোবাইলের যে তথ্য রাখবেন, সেটি সমলয়ন হয়ে ড্রপবক্সের অ্যাকাউন্টে সংরক্ষণ হবে। এরপর কাজ হবে ই-মেইল ঠিকানা প্রমাণ (ভেরিফাই) করার। যে ই-মেইল ঠিকানা দিয়ে ড্রপবক্সে অ্যাকাউন্ট খুলেছেন সেটিতে লগ ইন করে ই-মেইল প্রমাণ করে নিন। এবার dropbox/login ঠিকানা গিয়ে ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। ড্রপবক্স ফোল্ডারে রাখা তথ্যের অনুলিপি মূল পাতায় দেখা যাবে। এবার যেকোনো ফোল্ডার বা ফাইলের Modified থেকে শেয়ার আইকন চাপলে নির্দিষ্ট কারও সঙ্গে সেটি ভাগ করার লিঙ্ক পাওয়া যাবে। তথ্য সংরক্ষণের জন্য ড্রপবক্স ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে দিয়ে থাকে। তবে অন্যকে অ্যাকাউন্ট খোলার জন্য সুপারিশ করলে আরও কিছু যায়গা পাওয়া যায়। সাইটের তালিকার Get Started-এ ক্লিক করে এখানে থাকা সব লিঙ্কে ক্লিক করলে অতিরিক্ত আরও ২৫০ মেগাবাইট জায়গা পাওয়া যাবে। ড্রপবক্সের নিরাপত্তা বাড়ানো যায় অ্যাকাউন্টের সঙ্গে নিজের মোবাইল নম্বর যোগ করে। dropbox/account ঠিকানায় গিয়ে Security ট্যাবে ক্লিক করুন। এখান থেকে Two-step verification-এ Enable চেপে Get Started-এ ক্লিক করুন। অ্যাকাউন্টের পাসওয়ার্ড প্রদান করে Next চাপুন। Use text messages নির্বাচন করে Next চাপুন। Enter your mobile num ঘরে Bangladesh (+880) নির্বাচন করে আপনার মোবাইল নম্বরটি লিখে Next চাপুন। উল্লিখিত মোবাইলে সংকেতসহ মেসেজ আসবে। এবার সংকেতটি পরের ঘরে লিখে Next চাপলে কাজটি সম্পন্ন হবে। এখন প্রত্যেকবার ড্রপবক্সে ঢুকতে গেলে সংকেতসহ উল্লিখিত মোবাইল নম্বরে মেসেজ আসবে এবং শুধু সেই সংকেত প্রদান করলেই ড্রপবক্সে ঢোকা যাবে।
Posted on: Tue, 30 Jul 2013 14:13:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015