ঢাকা বিশ্ববিদ্যালয়ে - TopicsExpress



          

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর অন্য কোন প্রতিষ্ঠানে ২য় বার ভর্তির চেষ্টা না করার উদ্দেশ্য ছিল ২ টা। নাট্যচর্চা আর বডি বিল্ডিং। :P । ছোটবেলা থেকে আমি রেসলিং এর খুব ভক্ত ছিলাম। রেস্লারদের মত হতে চাইতাম। কিন্তু স্কুল আর কলেজ এর টাইট সিস্টেম আমাকে Body Builder হতে দেয় নাই। বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষেই তাই ভর্তি হলাম Gym এ। কিন্তু আবাসন সমস্যার টানা হেঁচড়ায় Continue করতে পারলাম না। চলে আসলাম মুহসিন হলে। কিন্তু এবার রাজনৈতিক কাজে ব্যস্ততার কারণে ঠিকঠাক পারলাম না। যখন একটু গোছাচ্ছিলাম তখনি ২ পা গেল ভেঙ্গে। আড়াই বছর হাঁটতে গিয়ে প্রতিটি ধাপে ব্যথায় জর্জরিত হয়ে আর জিম করা হয়ে উঠলনা । তিন বছরের কাছাকাছি এসে নিজেকে কিছুটা সুস্থ দেখতে পাচ্ছি। তাই মনে হচ্ছে ambition টা পূর্ণ করি। সবাই তো টাকার পেছনে দৌড়ায়। শরীরকে তো খুব কম লোকজনই সময় দেয়। আর ঢাবিতে তো খুব ১ টা Body Builder ও নেই । তাই আমি সেরকম কিছু হলে খারাপ হবে না। ভয় শুধু ১ টাই; অস্থিতিশীল রাজনৈতিক অবস্থা। আশা করি অন্ততপক্ষে ৪-৫ মাস সবকিছু যেন আমার অনুকূলে থাকে।
Posted on: Wed, 25 Sep 2013 15:56:03 +0000

Trending Topics



eadership Life
Prayer.... Keep your prayer turbine full and turning. Search out
Please share this post as much as you can. Hopefully it can reach
10 ĐIỀU CON TRAI MUỐN CON GÁI HIỂU ! (Con gái cần
Well Nick wakes me up an hour ago and says we have a baby bird in

Recently Viewed Topics




© 2015